ভারতের কফ সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪০ এএম

সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের মাত্রা অনুমোদিত সীমার ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। ছবি : সংগৃহীত
ভারতের তিনটি কফ সিরাপে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত রাসায়নিক ডায়াথিলিন গ্লাইকোল শনাক্ত করে সতর্কবার্তা জারি করেছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই সিরাপগুলো মূলত ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছিল।
এই তিনটি কফ সিরাপ হলো ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালের তৈরি কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের তৈরি সিরাপ রেসপিফরেশ টিআর এবং শেপ ফার্মার তৈরি সিরাপ রিলাইফ। খবর রয়টার্সের।
সংস্থা জানিয়েছে, এসব সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের মাত্রা অনুমোদিত সীমার ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। সাধারণত অল্প পরিমাণে এই রাসায়নিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, কিন্তু অতিরিক্ত মাত্রায় তা মারাত্মক বিষে পরিণত হয়ে শিশুদের কিডনি বিকল, স্নায়ুতন্ত্রের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।
গত আগস্টে ভারতে শ্রেসান ফার্মাসিউটিক্যালস–এর তৈরি কোল্ডরিফ সিরাপ খেয়ে অন্তত ১৭ জন শিশুর মৃত্যু ঘটে। এর আগে ২০২৩ সালে ভারতীয় আরেক কোম্পানির সিরাপ খেয়ে উজবেকিস্তান, গাম্বিয়া ও ক্যামেরুনে ১৪১ জন শিশুর মৃত্যু হয়।
আরো পড়ুন : ভারতকে আবারও দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র
ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) জানিয়েছে, তারা ডব্লিউএইচও’র সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং দেশের ওষুধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া আরো কঠোর করতে পদক্ষেপ নিচ্ছে।
সংস্থার এক কর্মকর্তা বলেন, আমরা ডব্লিউএইচও’র তথ্য পেয়েছি এবং ইতোমধ্যেই প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন পর্যায়ে মান যাচাই আরো জোরদার করা হবে। একইসঙ্গে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন, শিশুদের কাশির ওষুধ ব্যবহারের আগে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অনুমোদন সংক্রান্ত তথ্য যাচাই করতে এবং সন্দেহজনক ওষুধ ব্যবহার থেকে বিরত থাকতে।