×

আন্তর্জাতিক

কখন যুদ্ধের অবসান ঘটাতে চান জানালেন জেলেনস্কি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৪৬ পিএম

কখন যুদ্ধের অবসান ঘটাতে চান জানালেন জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী বছর 'কূটনৈতিক উপায়ে' রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চায়। তিনি বলেছেন, আগামী বছর যাতে এই যুদ্ধ শেষ হয় এবং কূটনৈতিক উপায়ে শেষ হয়- তার জন্য ইউক্রেনকে অবশ্যই সবকিছু করতে হবে।

স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) ইউক্রেনের সংবাদমাধ্যম সাসপিলনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের তৃতীয় বার্ষিকী হবে। জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হতো, তার চেয়ে দ্রুত শেষ হবে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের ফোনালাপে তার সঙ্গে 'গঠনমূলক বাক্যবিনিময়' হয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বরাবরই বলে আসছেন, তার অগ্রাধিকার হচ্ছে যুদ্ধের অবসান ঘটানো এবং ইউক্রেনকে সামরিক সহায়তার নামে মার্কিন সম্পদের অপচয় বন্ধ করা।

এদিকে, পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে চলমান ইউক্রেনের আক্রমণ প্রতিহত করতে মস্কোকে সহায়তা করতে ক্রেমলিনের অন্যতম প্রধান মিত্র উত্তর কোরিয়া তার হাজার হাজার সেনা পাঠিয়েছে।

অপরদিকে, কিয়েভের আপত্তি সত্ত্বেও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গতকাল শুক্রবার ফোনে দীর্ঘ এক ঘণ্টা কথা বলেন। এমন নানা পরিস্থিতির মুখে পড়ে জেলেনস্কি যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App