×

আন্তর্জাতিক

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ এএম

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ভূমিকম্প অনুভূত হয়। এর পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে, হন্ডুরাসের উত্তরে। এটি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে আঘাত হানে, যা একে আরো বেশি ধ্বংসাত্মক করে তুলতে পারে।

শক্তিশালী এই ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের পরে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিল না, তবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করেছে তারা। 

প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র বলেছে, কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূল বরাবর ভূমিকম্পের ৬২০ মাইলের মধ্যে ভূমিকম্পের ফলে “বিপজ্জনক সুনামি ঢেউ” শুরু হয়েছিল। ক্যারিবিয়ান সাগরে অবশ্য শক্তিশালী কোনো ভূমিকম্পের ঘটনা এটিই প্রথম নয়। 

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুখবর পেলেন ১২০ চিকিৎসক

সুখবর পেলেন ১২০ চিকিৎসক

সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে

সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে

রবিবার বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

রবিবার বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

কারা ক্ষমতায় আসবে নির্ধারণ করবে ছাত্র জনতা: নুরুল হক নুর

কারা ক্ষমতায় আসবে নির্ধারণ করবে ছাত্র জনতা: নুরুল হক নুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App