×

আন্তর্জাতিক

ভয়ংকর এক নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে আসছে চীন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৭:২৯ পিএম

ভয়ংকর এক নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে আসছে চীন!

ছবি: সংগৃহীত

নতুন একটি অস্ত্র নিয়ে আসছে চীন। নিজেদের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভিতে এই অস্ত্র সংক্রান্ত একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করছে তারা। 

চীনের নতুন এই অস্ত্রের নাম ‘ব্ল্যাকআউট বম্ব’। নতুন এই বোমাকে ঘিরেই জল্পনা তুঙ্গে। বিশেষ করে যখন মধ্য এশিয়ায় সদ্য যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটেছে, সেই সময়ে নতুন এই অস্ত্র প্রকাশ্যে এনে কি কোনও বার্তা দিতে চাইল চীন? তা নিয়েও জোর জল্পনা, আলোচনা শুরু হয়েছে।

‘ব্ল্যাকআউট বম্ব’-এর আরেক নাম ‘গ্রাফাইট বম্ব’। এটি এমন একটি অস্ত্র যেটি কোনও বিস্ফোরণ না ঘটিয়েই কোনও একটি শহরকে অচল করে দিতে পারে বলে দাবি করেছে চীন। 

এই বোমার কাজ হল নিঃশব্দে গোটা শহরের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়া। এই বোমা মূলত হাই ভোল্টেজ বিদ্যুৎ, ট্রান্সফর্মার এবং বিদ্যুৎকেন্দ্রগুলিকে নিশানা বানাবে। 

কার্বন ফিলামেন্টকে ব্যবহার করে বিদ্যুৎ ব্যবস্থায় শর্ট সার্কিট সৃষ্টি করে পুরো ব্যবস্থাকে অচল করে দেবে। চীনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি-র তথ্য বলছে, মূলত কোনও শহরের বিদ্যুৎকেন্দ্রগুলি চিহ্নিত করে সেগুলিকে নিশানা বানাতে সক্ষম এই বোমা। 

এক একটি বোমা ১ লাখ সাড়ে সাত হাজার বর্গ ফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। এই বোমা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায়। ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে। 

২৯০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমা। একটি বোমায় ৪৯০ কেজি বিস্ফোরক থাকবে। 

বোমা থেকে ছোট ছোট সিলিন্ডারের মতো অংশ আলাদা হয়ে লক্ষ্যবস্তুকে নিশানা করে। অনেকেই মনে করছেন, আধুনিক বিশ্বে এই বোমা যুদ্ধের কৌশল বদলে দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যাত্রা শুরু করলো তারুণ্যের ফ্যাশন ব্রান্ড ‘নীলিমা’

যাত্রা শুরু করলো তারুণ্যের ফ্যাশন ব্রান্ড ‘নীলিমা’

চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ঢাকাতেই বসবাস করতে হবে

চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ঢাকাতেই বসবাস করতে হবে

অদৃশ্য চক্র, ভঙ্গুর যন্ত্রপাতি আর প্রতিশ্রুতিহীন বাংলাদেশ

অদৃশ্য চক্র, ভঙ্গুর যন্ত্রপাতি আর প্রতিশ্রুতিহীন বাংলাদেশ

দেশ থেকে মুজিববাদ মুছে ফেলতে হবে: নাহিদ ইসলাম

দেশ থেকে মুজিববাদ মুছে ফেলতে হবে: নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App