গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০২:১৯ পিএম

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা অমান্য করায় গৃহবন্দী করা হয়েছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে।
সোমবার (৪ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্টের এক রায়ে এই আদেশ দেওয়া হয়।
বিচারপতি আলেকজান্ড্রে ডি মোরায়েস রায়ে বলসোনারোর পাসপোর্ট জব্দ করার পাশাপাশি রাজধানী ব্রাসিলিয়া ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। এছাড়া বলসোনারোর চলাচল নিয়ন্ত্রণে তার পায়ে ইলেকট্রনিক নজরদারি ডিভাইস (ইলেকট্রিক কড়া) পরানোরও নির্দেশ দিয়েছেন আদালত।
সুপ্রিম কোর্ট জানান, বলসোনারো ও তার ঘনিষ্ঠরা গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা, ভুয়া তথ্য ছড়ানো এবং সেনাবাহিনীর সমর্থন নিয়ে সাংবিধানিক প্রক্রিয়াকে ব্যাহত করার ষড়যন্ত্রে জড়িত।
এর আগে আদালতের আদেশ অনুযায়ী, বলসোনারোর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও প্রচারমূলক বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তা ভঙ্গ করায় এই কঠোর ব্যবস্থা নেন সুপ্রিম কোর্ট।
২০২২ সালের জাতীয় নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে। সেই নির্বাচনের পর তার সমর্থকরা ব্রাসিলিয়ার সরকারি ভবনে সহিংস হামলা চালায়, যা ব্রাজিলের গণতন্ত্রের ওপর বড় আঘাত হিসেবে বিবেচিত হয়।
২০২৩ সালের জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর থেকে বলসোনারো দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগে তদন্তের মুখোমুখি হন। তিনি এসব অভিযোগকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” এবং নিজের বিরুদ্ধে প্রতিহিংসামূলক নিরাপত্তাহীনতা সৃষ্টির ষড়যন্ত্র বলে দাবি করেছেন।