×

আন্তর্জাতিক

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৭:৫৭ পিএম

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে মেঘ ভাঙা বৃষ্টি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে স্থানীয় গ্রামবাসী জানিয়েছেন। উত্তরকাশীর প্রশাসন দাবি করেছে, এখন পর্যন্ত চার জনের মৃত্যু এবং কিছু সম্পত্তি ধ্বংস হয়েছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দলের সদস্যরা তাদের খোঁজ চালাচ্ছেন।

মেঘ ভাঙার ফলে ব্যাপক বৃষ্টিও হচ্ছে সেখানে। সেনাবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। ভারতের গণমাধ্যম স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে জানাচ্ছে, এদিন বিকেলে কাছাকাছি আরও একটি জায়গায় মেঘ ভেঙেছে। যার ফলে নতুন করে বিপর্যয় নেমে আসতে পারে।

মেঘ ভাঙা বৃষ্টির ফলে রাজ্যের উত্তরকাশী জেলার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের গভীর খাদ বেয়ে নেমে আসা জলস্রোত এবং মাটি ও পাথর আছড়িয়ে পড়ছে একটি গ্রামের ওপরে এবং একাধিক ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। জানা যাচ্ছে, ওই ভবনগুলোর অনেকটিই আবাসিক হোটেল ছিল।

হর্ষিল উপত্যকার ওই গ্রামটির নাম ধরালী। গঙ্গোত্রী যাওয়ার রাস্তায় পড়ে এই গ্রামটি। গ্রামের বাসিন্দা আস্থা পাওয়ার ওই ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, আমার বাড়ি রাস্তা থেকে একটু দূরে। এমনটা নয় যে একবারের জলস্রোতেই সব কিছু ভেসে গেছে। প্রথম যে স্রোতটা নেমে এসেছিল, সেটা প্রবল বেগে ধেয়ে এসেছিল। যথেষ্ট ভয়াবহ ছিল ওটা। ওই ভিডিওটাই সম্ভবত সবাই দেখছেন।

তিনি বলেন, তারপর প্রায় ১০-১৫ বা ২০ মিনিটও হতে পারে, একের পর এক পাথর আর মাটির স্রোত আসতে থাকে। সেগুলোতে হোটেল ভেঙে নিয়ে এগিয়ে যাচ্ছিল। একেকবারে একটা বা দুটো করে হোটেল ভেঙে পড়ছিল।

আস্থা পাওয়ার জানান, তাদের কোনো রকম সতর্ক বার্তা দেয়া হয়নি। এদিন কাজের দিন, বাচ্চাদের স্কুলও ছুটি ছিল না। কারও কোনো ধারণাই ছিল না এত বড় ঘটনা হতে চলেছে।

উল্লেখ্য, প্রচুর পরিমাণে উষ্ণ মৌসুমি বায়ু কনকনে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে ঘন মেঘের সৃষ্টি হয়। উষ্ণ বাতাস ওপরের দিকে উঠতে থাকলে মেঘে সঞ্চিত জলকণা বৃষ্টি হয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় ঝরে পড়তে বাধা পায়। ফলে মেঘের ঘনত্বও ক্রমশ বাড়তে থাকে। পরে বাতাসের আঘাতে মেঘ ফেটে জল বেরিয়ে আসে। তবে সেটা বৃষ্টির চেয়ে অনেক গুণ ভারী হয়।

">

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

পিটার হাসের সঙ্গে হাসনাতদের গোপন বৈঠক নিয়ে যা ভাবছে সাধারণ নাগরিক

পিটার হাসের সঙ্গে হাসনাতদের গোপন বৈঠক নিয়ে যা ভাবছে সাধারণ নাগরিক

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

 সংবিধান বাতিলের বিপক্ষে কথা বলায় লাঞ্ছিত হলেন হানিফ বাংলাদেশি

সংবিধান বাতিলের বিপক্ষে কথা বলায় লাঞ্ছিত হলেন হানিফ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App