×

আন্তর্জাতিক

ফিনল্যান্ড সংসদ ভবনে তরুণ এমপির মৃত্যুর রহস্য কী?

Icon

মো. মুঞ্জুরে মওলা, ফিনল্যান্ড থেকে

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পিএম

ফিনল্যান্ড সংসদ ভবনে তরুণ এমপির মৃত্যুর রহস্য কী?

সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (এসডিপি) তরুণ সংসদ সদস্য ইএমেলি পেল্টোনেন

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির পার্লামেন্ট হাউসে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (এসডিপি) তরুণ সংসদ সদস্য ইএমেলি পেল্টোনেন (৩০) মারা গেছেন। পার্লামেন্টের যোগাযোগ দপ্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে দেখা হচ্ছে; তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের ধারণা, কোনো অপরাধমূলক তৎপরতা জড়িত নয়।  

ঘটনার পরপরই জরুরি সেবা কর্মীরা পার্লামেন্ট ভবনে পৌঁছায়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে (ইইএসটি) ঘটনাটি ঘটে। প্রধানমন্ত্রী পেট্টেরি অর্পো একে “অত্যন্ত মর্মান্তিক” বলে আখ্যা দিয়ে পরিবার-সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। স্পিকার জুসি হাল্লা-আহোও শোকবার্তা দিয়েছেন।  

পেল্টোনেন ২০২৩ সালে উসিমা আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রিধারী; সংসদের প্রশাসনিক ও আইনি–দুই কমিটিতেই সদস্য ছিলেন। জাতীয় সংসদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইয়্যারভেনপা সিটি কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।  

স্বাস্থ্যগত জটিলতার কারণে চলতি বছরের জুন থেকে তিনি অসুস্থতা জনিত ছুটিতে ছিলেন বলে একাধিক গণমাধ্যম জানিয়েছে। কিডনি–সংক্রান্ত সমস্যার পাশাপাশি সংক্রমণ ধরা পড়ায় চিকিৎসা চলছিল—এ নিয়ে তিনি সামাজিক মাধ্যমে আপডেটও দিয়েছিলেন।

পার্লামেন্টের নিরাপত্তা পরিচালক আরো তোইভোনেন স্থানীয় পত্রিকা ইলতালেহতিকে বলেন, সকালে সংসদ ভবনে এক ব্যক্তি মারা গেছেন; জরুরি সেবা, ফায়ার অ্যান্ড রেসকিউ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভবনের কোন স্থানে মৃত্যু হয়েছে বা আর কেউ জড়িত কি না—এসব বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। 

এসডিপি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান ত্যুত্তি তুপপুরাইনে সহকর্মীর আকস্মিক মৃত্যুকে “গভীর শোকের” বলে উল্লেখ করে বলেন, তিনি সকলের প্রিয় ও সম্ভাবনাময় একজন তরুণ রাজনীতিক ছিলেন। 

ঘটনার পর বিল্ডিংয়ের ভেতরের কার্যক্রম সীমিত করা হয়; এদিকে গ্রীষ্মকালীন বিরতির পর ফিনিশ পার্লামেন্ট ২ সেপ্টেম্বর পুনরায় অধিবেশন শুরু করার কথা। মানসিক স্বাস্থ্য–সংকট বা আত্মহত্যা–ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য দেশব্যাপী সহায়তা–সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম—ইউল, ইউরোনিউজ, ইউপিআই, টেলিগ্রাফ, পিপল—ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করলেও চূড়ান্ত ফরেনসিক–তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

গুঁড়িয়ে দেয়া হলো নসরুল হামিদের অবৈধ বাংলো

গুঁড়িয়ে দেয়া হলো নসরুল হামিদের অবৈধ বাংলো

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

শিবির প্যানেল থেকে যেভাবে জয়ী হতে চায় রায়হান-সালমা দম্পতি

শিবির প্যানেল থেকে যেভাবে জয়ী হতে চায় রায়হান-সালমা দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App