×

আন্তর্জাতিক

চীনের তিয়ানজিনে জিনপিং-মোদি বৈঠক, সম্পর্ক গভীর করার অঙ্গীকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৬:৫৭ পিএম

চীনের তিয়ানজিনে জিনপিং-মোদি বৈঠক, সম্পর্ক গভীর করার অঙ্গীকার

রোববার তিয়ানজিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ডানে), ভারতের প্রধানমন্ত্রী মোদি (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেছেন। রোববার (৩১ আগস্ট) চীনের তিয়ানজিনে নিজেদের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তারা। সেখানে চীন ও ভারতের মধ্যে আস্থা ও সম্পর্ক গভীর করার কথা বলেছেন দুই নেতাই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর যে ৫০ শতাংশ হারে চড়া শুল্ক (ট্যারিফ) আরোপ করেছেন, সেটার মোকাবিলায় ভারত ও চীন কাছাকাছি আসতে পারে বলে অনেক পর্যবেক্ষকই ধারণা করছেন। সেই পটভূমিতে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

চীনা প্রেসিডেন্ট জিনপিং বলেন, চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগিতার অংশীদার। আর ভারতীয় প্রধানমন্ত্রী মোদি বলেন, দুই দেশের মধ্যে এখন একটা ‘শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ’ বিরাজ করছে।

চীনের তিয়ানজিনে এই মুহূর্তে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন চলছে। এর সাইডলাইনেই নিজেদের মধ্যে আলাদা বৈঠকে বসেন বিশ্বের প্রভাবশালী দুই নেতা। 

এই সম্মেলনে যোগ দিতেই দীর্ঘ সাত বছর পর চীন সফরে গিয়েছেন মোদি। প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি আরও জানান, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হতে যাচ্ছে। যদিও এজন্য কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি ভারতীয় প্রধানমন্ত্রী।

২০২০ সালের জুনে গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক চিংড়ির ওজন আধা কেজি, দাম কত?

এক চিংড়ির ওজন আধা কেজি, দাম কত?

সঠিক সময়েই নির্বাচন হবে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সঠিক সময়েই নির্বাচন হবে: মির্জা ফখরুল

সকালে খালি পেটে কাঠবাদাম খাবেন কেন?

সকালে খালি পেটে কাঠবাদাম খাবেন কেন?

৩১ আগস্ট ২০২৫, একনজরে সারাদিন

৩১ আগস্ট ২০২৫, একনজরে সারাদিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App