×

আন্তর্জাতিক

ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম

ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ওমরাহ পালনে নতুন কিছু বিধি জারি করেছে দেশটির সরকার। এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ তিন থেকে কমিয়ে একমাসে আনা হবে। পরের সপ্তাহেই নতুন সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (৩১ অক্টোবর) আল আরাবিয়া সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ওমরাহ ভিসার সংশোধিত নিয়ম অনুযায়ী, ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনও ব্যক্তি সৌদি আরবে প্রবেশের জন্য নাম নথিভুক্ত না করেন, তাহলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ভিসা ব্যবস্থাপনা সহজতর করা ও তীর্থযাত্রীদের প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, ওমরাহযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বৃদ্ধি প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে হজ করতে সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার মেয়াদ আগের মতই তিন মাস থাকবে। এতে কোনও পরিবর্তন হবে না।

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, ওমরাহ পালনকারীর চাপ সামলানোর জন্য মন্ত্রণালয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গ্রীষ্মের মৌসুম শেষ হওয়া ও মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরবের যে কোনও ধরনের ভিসাধারী এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। মন্ত্রণালয় জানায়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজেরভিসাসহ অন্যান্য ভিসাধারীরাও এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

জাতীয় কবির সমাধির পাশে সমাহিত ওসমান হাদি

জাতীয় কবির সমাধির পাশে সমাহিত ওসমান হাদি

ওয়াদা করতে এসেছি- যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি

হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ওয়াদা করতে এসেছি- যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App