×

জামায়াত

সমাবেশে আসার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:১০ এএম

সমাবেশে আসার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের

খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মো. আবু সাঈদ। ছবি : সংগৃহীত

ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মো. আবু সাঈদ (৫৫)। 

শনিবার (১৯ জুলাই) গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জামায়াত কর্মী, তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা ঢাকায় সমাবেশে অংশ নিতে গেছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, খুলনা থেকে প্রায় ২০টি যাত্রীবাহী বাসে করে জামায়াতের নেতাকর্মীরা ঢাকার সমাবেশে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়ক অতিক্রম করে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ওঠার আগে ভাঙ্গা পৌরসভা এলাকায় যাত্রাবিরতি নিয়ে অনেকেই চা পান করেন। পরে ভোর সাড়ে ৩টার দিকে আবার যাত্রা শুরু হয়।

এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত যান বেপরোয়াভাবে ধাক্কা দিলে বহরের একেবারে পেছনের তিন নম্বর বাসটি সামনের দুটি বাসের ওপর উঠে যায়। এই বাসের পেছনের অংশে ছিলেন আবু সাঈদ। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন আরো দুইজন।

আরো পড়ুন : সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জামায়াত নেতাকর্মীদের ঢল

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, বাসগুলো একে একে সারিবদ্ধভাবে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে অজ্ঞাত একটি যান ধাক্কা দিলে তিন নম্বর বাসের পেছনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ফলে ওই জামায়াত নেতা নিহত হন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে আবার ঢাকায় সমাবেশে পাঠানো হয়েছে। নিহত আবু সাঈদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর জামায়াতের বহরের বাকি বাসগুলো ঢাকার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে। অজ্ঞাত যানটি শনাক্ত ও দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি রোকিবুজ্জামান।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে মহাসড়কে যানবাহনের গতি তুলনামূলক বেশি থাকে। এ কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় একজন শীর্ষ স্থানীয় জামায়াত নেতার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App