×

খুলনা

যশোরে ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

যশোরে ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত

নিহত জামায়াত কর্মী আমিনুর সজল মুন্সী। ছবি : ভোরের কাগজ

যশোরে ছুরিকাঘাতে শান্তি শৃঙ্খলা কমিটির সভাপতি ও জামায়াত কর্মী আমিনুর সজল মুন্সী (৪২) নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরতলী খোলাডাঙ্গা গাজীর বাজার এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সজল খোলাডাঙ্গা সার গোডাউন মুন্সীপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড জামায়াতের কর্মী ছিলেন। নিহত সজলের ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

জানা গেছে, সম্প্রতি গাজির বাজারে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন হয়। এই কমিটির সভাপতি নির্বাচিত হন সজল। কমিটি গঠন করা নিয়ে তার প্রতিদ্বন্দ্বীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন। 

নিহতের স্বজনরা জানান, শহরের ধর্মতলা সার গোডাউনের সামনে আমিনুর সজলের স্যানিটারি দোকান রয়েছে। সোমবার মাগরিবের নামাজের উদ্দেশে  বাজারের পাশেই মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে কয়েকজন এসে সজলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে পথচারী ও অন্য ব্যবসায়ীরা সজলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। 

আরো পড়ুন : ১৫ বছরে বিচার ছাড়াই ১৯২৬ জনকে হত্যা!

গাজির বাজার ব্যবসায়ী ও নিহতের ভাগ্নে আব্দুর রহমান বলেন, ‘সম্প্রতি বাজারে আইনশৃঙ্খলা রক্ষার্থে সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন আমিনুর সজল মুন্সী। তবে একই এলাকার কামরুল ওরফে খোঁড়া কামরুল এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। কমিটি করা নিয়ে এর আগেও তিনি ঝামেলা সৃষ্টি করেছিল। সভাপতির সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি কামরুল জেল থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে আমরা ধারণা করছি।

যশোর কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন সাংবাদিকদের বলেন, নিহতের শরীরে একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। স্বজনদের অভিযোগ, স্থানীয় কিছু লোকদের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, আমিনুর সজল মুন্সীসহ গত এক মাসে যশোরে অন্তত ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, সহিংসতা, হামলার ঘটনা। নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদি আমার সন্তানতূল্য, প্রতিদ্বন্দ্বী নন: মির্জা আব্বাস

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App