×

আইন-বিচার

মাইলস্টোন ট্র্যাজেডি

হতাহতদের পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ পিএম

হতাহতদের পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিট

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহতের ঘটনায় আহত ও নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে নতুন রিট দায়ের করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টে এ রিট আবেদনটি দায়ের করেন। আগামী রোববার (২৭ জুলাই) রিটের শুনানি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।

এই রিটে বিমানবন্দর এলাকা ও সংলগ্ন অঞ্চলে ৪ তলার বেশি কোনো ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে এই বিধিনিষেধ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন রিটকারী আইনজীবী।

এর আগের দিন মঙ্গলবার (২২ জুলাই) একই দুর্ঘটনার প্রেক্ষাপটে পৃথক আরেকটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সরকারকে সাত দিনের মধ্যে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।

পাশাপাশি, মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ, নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন আদালত।

আরো পড়ুন : মাইলস্টোন ট্রাজেডি: বোনের পর চলে গেল ভাই নাফিও

হাইকোর্ট আরো নির্দেশ দিয়েছেন, ঢাকাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন বন্ধের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ভবনে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত বহু শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী নিহত ও আহত হয়েছেন। দুর্ঘটনার ভয়াবহতায় রাজধানীজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোববার থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ

রোববার থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ

রাশমিকা–বিজয়ের বাগদান সম্পন্ন, শিগগিরই বিয়ে

রাশমিকা–বিজয়ের বাগদান সম্পন্ন, শিগগিরই বিয়ে

ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ৭ জনের মৃত্যুদণ্ড

ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ৭ জনের মৃত্যুদণ্ড

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App