×

আইন-বিচার

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। রবিবার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

শনিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে সূচনা বক্তব্য। একই দিন থেকে প্রথম সাক্ষীর জবানবন্দিও শোনা হবে।

এর আগে, গত ৭ জুলাই শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয়। মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

আরো পড়ুন : আ. লীগ গোপনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর

সেদিন শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অব্যাহতির আবেদন করলেও ট্রাইব্যুনাল তা খারিজ করে। পরে ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।

এ ট্রাইব্যুনালের তিন সদস্য হলেন- বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, আর পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

সিঙ্গাপুরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন নাজমুল খান

সিঙ্গাপুরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন নাজমুল খান

গাজা থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে সুমুদ ফ্লোটিলা

গাজা থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে সুমুদ ফ্লোটিলা

শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে ভারত, জানালেন ড. ইউনূস

শেখ হাসিনাকে নিয়ে কী ভাবছে ভারত, জানালেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App