×

আইন-বিচার

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় বৃহস্পতিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:২৩ পিএম

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় বৃহস্পতিবার

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে করা রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের রায় বৃহস্পতিবার (৭ আগস্ট) ঘোষণা করবে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম এর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

বুধবার (৬ আগস্ট) এ বিষয়ে রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবী পরিবর্তনের আবেদন করতে চাইলে আদালত একদিন সময় দিয়ে বৃহস্পতিবার রায়ের দিন নির্ধারণ করে দেন। 

এর আগে, গত ২৭ এপ্রিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদধারীদের মধ্যে কে কতটা অগ্রাধিকার পাবেন, তা নির্ধারণে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি শুরু হয়।

আরো পড়ুন : জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা, পরিবার পাবে সুরক্ষা

গত ৯ জানুয়ারি, দ্রুত রিভিউ শুনানির আবেদন করে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে ব্যারিস্টার নিহাদ কবীর এই আবেদন উপস্থাপন করেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরাও রাষ্ট্রপক্ষের পক্ষে এই আবেদনে পক্ষভুক্ত হন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ জানুয়ারি, ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে সংশোধনী এনে আপিল বিভাগ একটি ঐতিহাসিক রায় দেয়। সেই রায়ে সাংবিধানিক পদধারীদের অগ্রাধিকার দিয়ে, জেলা জজদের পদমর্যাদা সচিবদের সমান করা হয় এবং প্রধান বিচারপতির অবস্থান স্পিকারের সমতুল্য হিসেবে নির্ধারণ করা হয়।

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হওয়ার পর, মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তৎকালীন চেয়ারম্যান ২০১৭ সালে পৃথকভাবে রিভিউ আবেদন করেন। এর পর থেকেই মামলা চলমান রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতকে শুল্ক হুঁশিয়ারির পরই মস্কোতে দোভাল

ভারতকে শুল্ক হুঁশিয়ারির পরই মস্কোতে দোভাল

কার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ে অস্বস্তি, জানালেন সালমান খান

কার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ে অস্বস্তি, জানালেন সালমান খান

৪৫ তলার সমান উঁচু থেকে ঝাঁপ দিলেন জাকির নায়েক

৪৫ তলার সমান উঁচু থেকে ঝাঁপ দিলেন জাকির নায়েক

অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App