×

আইন-বিচার

সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০২:২৭ পিএম

সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক

ছবি : সংগৃহীত

জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং তার স্ত্রী মেহবুবা আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও বিভিন্ন বিনিয়োগ ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, স্বপনের ২৮টি ব্যাংক হিসাব ও ৩২টি কোম্পানির ২ লাখ ২১ হাজার ৫৬৪ শেয়ার ফ্রিজ করা হয়েছে। এছাড়া তার নামে থাকা ২ কোটি ৮০ লাখ টাকার ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট ও একটি প্লট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

আরো পড়ুন : কর্মস্থলে অনুপস্থিত: ডিবির হারুনসহ ১৮ জন বরখাস্ত

অন্যদিকে, তার স্ত্রী মেহবুবা আলমের নামে নরসিংদী ও ঢাকায় থাকা ২ কোটি ২৮ লাখ টাকার সম্পদও ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে দুইতলা বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট ও ২৪৪ শতাংশ জমি রয়েছে। পাশাপাশি ২৩টি কোম্পানিতে বিনিয়োগ করা প্রায় ৭৮ লাখ টাকার অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে।

তাদের মেয়ে নুযায়মা মাহমুদের নামে থাকা সাতটি কোম্পানির ১৪ হাজার ৯৭২ শেয়ারও ফ্রিজ করা হয়েছে।

সাবেক হুইপ স্বপনের বিরুদ্ধে দুদক জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ২৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। মামলার আবেদনে বলা হয়, স্বপন বিভিন্ন ব্যাংকে ৩২৬ কোটি টাকার লেনদেন করেছেন, যা সন্দেহজনক ও অস্বাভাবিক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের প্রয়োজনীয়তা তুলে ধরে দুদক আদালতে আবেদন জানায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫ বছরে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় কমিটি

১৫ বছরে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় কমিটি

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক

সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App