ডাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন আদালত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করার হাইকোর্টের আদেশ বহাল রাখেনি আপিল বিভাগ। এর ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে আর কোনো বাধা রইল না।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
এর আগে, এক রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট গত সোমবার (১ সেপ্টেম্বর) ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দেন। এর ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে যায়।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে। চেম্বার আদালত নিয়মিত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত রাখেন।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে। নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন এস এম ফরহাদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
তাঁর প্রার্থিতা বৈধতা নিয়ে ২৮ আগস্ট এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিট করেন। অভিযোগ তোলা হয় যে ফরহাদ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। এ বিষয়ে হাইকোর্ট নির্বাচনী ট্রাইব্যুনালকে তদন্তের নির্দেশ দিয়েছে এবং ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।