×

আইন-বিচার

আমি রাজনৈতিক আক্রোশের শিকার: ট্রাইব্যুনালে ইনু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

আমি রাজনৈতিক আক্রোশের শিকার: ট্রাইব্যুনালে ইনু

ছবি : সংগৃহীত

নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেছেন জাতীয়তাবাদী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনি বলেন, আমি রাজনৈতিক আক্রোশের শিকার, গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি (বিচারক) বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার নেতার বিরুদ্ধে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হানিফের মামলার ওপেনিং স্টেটমেন্ট ২৫ নভেম্বর এবং ইনুর মামলার ওপেনিং স্টেটমেন্ট ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

রোববার ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ইনুর বিরুদ্ধে করা আটটি অভিযোগের মধ্যে দুইটি অভিযোগের বিস্তারিত পড়েন। ট্রাইব্যুনাল জানিয়েছে, কিছু অভিযোগ একই ধরনের হওয়ায় বাকি ছয়টি অভিযোগ পাঠানো হবে না।

আরো পড়ুন : ইনু-হানিফসহ ৪ আ. লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

প্রসিকিউটর ইনুকে দোষ স্বীকারের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, আমি কিছু শুনিনি, আমার আইনজীবীর মাধ্যমে যা জানেছি তা হচ্ছে—আপনাদের (ট্রাইব্যুনাল) সিদ্ধান্ত আমার আবেদন গ্রহণ করছেন না। ট্রাইব্যুনাল উত্তরে বলেন, হ্যাঁ, আমরা আবেদন রিজেক্ট করেছি। এখন বলুন, আপনি দোষ স্বীকার করবেন কি না।

উত্তরে ইনু বলেন, প্রধান উপদেষ্টা দুইবার বলেছেন, আমাদের দেশে গায়েবি মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও গায়েবি মামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমার বিরুদ্ধে ৬০টি মামলা চলমান। আমি বলব, আমি রাজনৈতিক আক্রোশের শিকার এবং গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি বিচারক, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।

ইনুর বক্তব্যে স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের শিকার হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি, যা আদালতের সামনে তার অবস্থান এবং মামলা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এখন ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ

দেশে এখন ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ

ভুয়া তথ্য আমাদের বিভক্ত করে, সাহসী সত্য আমাদের এক করে

সাইফ আহমাদ ভুয়া তথ্য আমাদের বিভক্ত করে, সাহসী সত্য আমাদের এক করে

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে

ব্যাংকিংয়ের ডিজিটাল রূপান্তরে নারীর নেতৃত্ব: সাবিহা শারমিনের অভিজ্ঞতা

ব্যাংকিংয়ের ডিজিটাল রূপান্তরে নারীর নেতৃত্ব: সাবিহা শারমিনের অভিজ্ঞতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App