সালমান এফ রহমানের ১২ একর জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত
সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ উত্তোলন, আত্মসাৎ ও স্থানান্তরের অভিযোগে দুদকের মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের ১২ একর ১৬ শতাংশ জমি ক্রোক ও একটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ নভেম্বর) দুদকের আবেদনে সাড়া দিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্থাবর–অস্থাবর এসব সম্পদ ক্রোক ও ফ্রিজের আবেদন জানান।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, সালমান এফ রহমানসহ মোট ৩০ জন আসামি ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপ্যাল শাখার মর্টগেজ দেওয়া সম্পত্তির অস্বাভাবিক ও অতিমূল্যায়ন দেখান।
এর মাধ্যমে জনসাধারণের কাছে বন্ড বিক্রি করে বিনিয়োগকারীদের এক হাজার কোটি টাকা উত্তোলন করে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের জিসিবি অ্যাকাউন্টে জমা দেন। পরে ওই অ্যাকাউন্ট থেকে রিডেম্পশন অ্যাকাউন্টে ২০০ কোটি টাকার এফডিআর তৈরি করা হয় এবং অবশিষ্ট ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়।
সেখান থেকে অভিযুক্তরা ব্যাংকিং নিয়ম ভঙ্গ করে নগদ ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন। আত্মসাৎ করা অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ‘লায়ারিং’ করার অভিযোগও আনা হয়েছে।
আরো পড়ুন : শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের নেপথ্যে যে বাধা
মামলাটি তদন্তের সময় দুদক জানতে পারে, আসামি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপ লিমিটেডের নামে গাজীপুরে ১২ একর ১৬ শতাংশ জমি এবং একটি ব্যাংক হিসাব রয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামিরা সম্পদ ও ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন, যা ঘটলে মামলার বিচার শেষে অপরাধলব্ধ সম্পত্তি বাজেয়াপ্ত করা অসম্ভব হয়ে পড়বে। এ কারণে স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করা অত্যন্ত প্রয়োজন ছিল।
আদালত আবেদনটি মঞ্জুর করে সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেন।
