×

সাহিত্য

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৮:৫৭ এএম

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ

রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি : সংগৃহীত

আজ ২২ শ্রাবণ, বাংলা ক্যালেন্ডারের এক বিষণ্ন দিন। বাঙালির হৃদয়ের গভীরে গাঁথা এক অমলিন শোকের স্মৃতি। ১৯৪১ সালের এই দিনে মহাকালের পানে পাড়ি জমিয়েছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ আলোকবর্তিকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তাঁর ৮৪তম প্রয়াণ দিবস।

বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার এই অনন্য সাধকের প্রস্থান শুধু একটি ব্যক্তির মৃত্যু ছিল না, বরং একটি যুগের অবসান। একইভাবে তাঁর অনুপস্থিতিতেই তিনি হয়ে উঠেছেন চিরস্থায়ী, চেতনাজুড়ে, চিন্তাজুড়ে, বাঙালির আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে।

সাহিত্যজীবনে প্রেম, প্রকৃতি, বেদনা ও মানবতাকে গভীরভাবে ধারণ করেছেন রবীন্দ্রনাথ। তাঁর কলমের আঁচড়ে ফুটে উঠেছে জীবনের সূক্ষ্মতম অনুভব, বৈচিত্র্য ও ব্যঞ্জনা। তিনি বাংলা সাহিত্যকে করেছেন বিশ্বসাহিত্যের এক গৌরবময় উপাদান। ছোটগল্প, উপন্যাস, কবিতা, গান সব ক্ষেত্রেই ছড়িয়ে দিয়েছেন তিনি সৌন্দর্য আর বোধের অপূর্ব মিশেল।

রবীন্দ্রনাথের সৃষ্টিতে মানুষই ছিল মূল প্রতিপাদ্য। জীবনের ক্ষুদ্রতম অনুভব থেকে মহাজাগতিক ভাবনায় সবই তিনি ধারণ করেছেন গভীর ধ্যান ও প্রজ্ঞায়। বিরহের করুণতা, প্রেমের আকুতি, স্বদেশপ্রেমের দীপ্তি সবই তাঁর কলমে পেয়েছে নতুন ভাষা, নতুন রূপ।

শেষে না হয় কেবলই শূন্যতা’-এই উপলব্ধিও তিনি আমাদের মনে গেঁথে দিয়েছেন তার সৃষ্টির প্রতিটি স্তরে। তাঁর সৃষ্টিতে যেন বারবার ধ্বনিত হয়েছে এক চিরন্তন সত্য সব শেষেই থাকে নিঃসঙ্গতা, শূন্যতা। তবু সেই শূন্যতার মাঝেও রবীন্দ্রনাথ হয়ে ওঠেন আমাদের একান্ত আশ্রয়, মানবিক সংকটে পথ দেখানো এক মহীরুহ।

তাঁর অমর সৃষ্টি কবিতা, গান, উপন্যাস, ছোটগল্প, নাটক আজও বাংলার সংস্কৃতিচর্চায় অবিচ্ছেদ্য উপাদান। তাঁর শব্দে, সুরে, ভাবনায় বারবার উঠে এসেছে সেই একটিই মূল সুর মানুষ।

ধর্ম, জাত, বর্ণ কিংবা শ্রেণি নয়, রবীন্দ্রচেতনার কেন্দ্রবিন্দুতে ছিল মানবতা। বিভাজনের দেয়াল পেরিয়ে, তিনি খুঁজেছেন সংহতির পথ। তাই আজও যখন মানবিক সংকট ঘনিয়ে আসে, তখন রবীন্দ্রনাথ হয়ে ওঠেন আশ্রয়, হয়ে ওঠেন অনুপ্রেরণা।

কলকাতায় জন্ম নেওয়া এই বিস্ময়প্রতিভা মাত্র আট বছর বয়সেই লেখালেখির জগতে পা রাখেন। জীবনের দীর্ঘ সময় বাংলা অঞ্চলের বিভিন্ন এলাকায় কাটিয়ে তিনি যেমন জমিদারির অভিজ্ঞতা অর্জন করেন, তেমনি গড়ে তোলেন সাহিত্যিক, সামাজিক ও দার্শনিক দৃষ্টিভঙ্গির এক দৃঢ় ভিত্তি।

শিলাইদহ, শাহজাদপুর, পটিসার, কিংবা শান্তিনিকেতনএই প্রতিটি পর্বেই তিনি ছুঁয়ে গেছেন বাংলার মাটি, মানুষের জীবন, স্বপ্ন ও বেদনা।

১৯০১ সালে শান্তিনিকেতনে বসতি স্থাপন এবং পরে বিশ্বভারতী প্রতিষ্ঠা তাঁর দৃষ্টিভঙ্গির অন্তর্নিহিত শিক্ষাদর্শ ও বিশ্ববোধের প্রতিচ্ছবি। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়ে তিনি কেবল একজন বাঙালি কবি নয়, হয়ে উঠেছিলেন বিশ্বসাহিত্যের অন্যতম স্তম্ভ।

তাঁর জীবদ্দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে, ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধসহ অসংখ্য গান ও গদ্যরচনা, যেগুলোর অনেকগুলো আজও বাংলার ঘরে ঘরে উচ্চারিত হয় স্নেহ ও শ্রদ্ধার সঙ্গে।

আজকের এই দিনে, যখন চারদিকে বিভক্তির ভাষা আরো তীব্র হয়ে উঠছে, তখন রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন-‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’।

৮৪ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্রনাথের প্রস্থান নয়, তাঁর উপস্থিতিই যেন প্রতিনিয়ত অনুভব করে বাঙালি। তিনি নেই এ কথা বলা যায় না, কারণ তিনি আছেন আমাদের গানে, কাব্যে, চেতনায় এবং আত্মার গভীরে প্রতিনিয়ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন অজি অলরাউন্ডার

আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন অজি অলরাউন্ডার

গাজায় নিহত আরো ৮৩, দুর্ভিক্ষে বাড়ছে শিশুদের মৃত্যুহার

গাজায় নিহত আরো ৮৩, দুর্ভিক্ষে বাড়ছে শিশুদের মৃত্যুহার

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App