×

গণমাধ্যম

সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পেলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৭:২৪ পিএম

সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পেলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী

শুক্রবার সাংবাদিকতায় অবদানের জন্য দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে সম্মাননা দেয়া হয়। ছবি: সংগৃহীত

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেয়া হয়। 

সংগঠনটির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মেশকাত উদ্দিন। 

অনুষ্ঠান শেষে দেশের তিনজন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা এবং নিজেদের কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিনজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এর মধ্যে একজন হলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। তার অনুপস্থিতিতে ক্রেস্ট গ্রহণ করেন সহধর্মিণী রুমা হায়দার।

আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী হাবিবুল বাশার সুমন এবং বিশিষ্ট সুরকার মিল্টন খন্দকার।

হায়দার আলীর পাশাপাশি বিশেষ সম্মাননা পেয়েছেন ব্যবসায় বিশেষ অবদানের জন্য নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু এবং চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য টিবি হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. আয়েশা আক্তার।

হায়দার আলী কালের কণ্ঠে নিজস্ব প্রতিবেদক, জ্যেষ্ঠ প্রতিবেদক, বিশেষ প্রতিনিধি ও উপসম্পাদকের দায়িত্ব পালনের পর বর্তমানে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি পত্রিকাটির অনুসন্ধানী টিমের নেতৃত্ব দিয়ে আসছেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এবং র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের ভয়াবহ দুর্নীতি নিয়ে হায়দার আলীর অনুসন্ধানী প্রতিবেদন ছিল আলোচিত। ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামের সেই প্রতিবেদন থেকেই শুরু হয় আলোচনার ঝড়। বিশেষজ্ঞদের মতে, তার সাহসী সেই সংবাদই আওয়ামী সরকারের পতনের পথচলার সূচনা করে। এর আগেও এমপি-মন্ত্রীদের দুর্নীতি ও অবৈধ সম্পদ নিয়ে বহু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন তিনি ও তার টিম।

২০১০ সাল থেকে হায়দার আলীর সাহসী রিপোর্টিংয়ে উন্মোচিত হয়েছে অপরাজনীতি, সন্ত্রাস, দুর্নীতি ও প্রশাসনের নানা গোপন অপকর্ম। তার প্রকাশিত বহু অনুসন্ধানী প্রতিবেদন জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ইউনেসকোসহ আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দাসত্বময় জীবন নিয়ে তার একটি প্রতিবেদন মালয়েশীয় প্রেস ইনস্টিটিউটের বিশেষ পুরস্কার পায়।

এপেক্স ক্লাবস অব বাংলাদেশ একটি সামাজিক ও সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘ ৬৪ বছর ধরে কাজ করে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তারা নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও প্রেমে পড়েছেন পরীমণি! নতুন প্রেমিক কে?

আবারও প্রেমে পড়েছেন পরীমণি! নতুন প্রেমিক কে?

হেনস্তার শিকার ব্যক্তিদের বিরুদ্ধেই মামলা, মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লাগবে 'অভিযোগ'

হেনস্তার শিকার ব্যক্তিদের বিরুদ্ধেই মামলা, মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লাগবে 'অভিযোগ'

সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পেলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী

সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পেলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী

ঘোষিত সময়েই নির্বাচন হবে: মির্জা ফখরুল

ঘোষিত সময়েই নির্বাচন হবে: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App