×

গণমাধ্যম

আজ সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০২:৪৬ এএম

আজ সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন

আজ সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন

আজ রবিবার (১২ অক্টোবর) সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন। তিনি বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার এক পরিচিত মুখ, যিনি সংবাদ উপস্থাপনা, সাম্প্রতিক বিষয় বিশ্লেষণ ও সম্প্রচার সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

রাশেদ কাঞ্চন বাংলাদেশের টেলিভিশনে সংবাদ উপস্থাপক ও বিশ্লেষক হিসেবে কর্মজীবন গড়ে তুলেছেন। তার উপস্থাপনা ও বিশ্লেষণের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয় দর্শকদের সামনে তুলে ধরেছেন।

একজন সংবাদ উপস্থাপক ও আলোচক হিসেবে তিনি বহু আলোচনা অনুষ্ঠান, বিশেষ সাক্ষাৎকার ও সরাসরি সম্প্রচার পরিচালনা করেছেন। এসব অনুষ্ঠানে তিনি জটিল বিষয় সাধারণ দর্শকের কাছে সহজভাবে উপস্থাপন করেছেন।

টেলিভিশনের বাইরেও তিনি সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতার পক্ষে অবস্থান নিয়ে কাজ করছেন। তিনি তরুণ সংবাদকর্মীদের পেশাগত উন্নয়নে উৎসাহ দিয়ে আসছেন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখছেন।

সহকর্মীরা তাকে পেশাদারিত্ব ও নিষ্ঠার উদাহরণ হিসেবে দেখেন। সমাজ ও রাষ্ট্রবিষয়ক আলোচনায় তার অংশগ্রহণ গণমাধ্যমে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।

এই দিনে সহকর্মী, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা রাশেদ কাঞ্চনকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও সাংবাদিকতায় আরও সাফল্য কামনা করেছেন।

রাশেদ কাঞ্চন বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভি-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাশেদ কাঞ্চন কর্পোরেশন নামের জনসংযোগ, ব্র্যান্ডিং ও গণযোগাযোগ প্রতিষ্ঠান গঠনে নেতৃত্ব দিয়েছেন, এবং সেটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও কাজ করছেন।

২০০৩ সালে রাশেদ কাঞ্চন জীবন বাজি রেখে ইরাক যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সরাসরি রণাঙ্গন থেকে রিপোর্ট করেছেন; এছাড়া ২০০১ সালে সিয়েরা লিওনের গৃহযুদ্ধ সংবাদ সংগ্রহ করেছিলেন। সম্প্রতি প্রকাশিত তার গ্রন্থ “5C – দুর্নীতি, ষড়যন্ত্র, পুঁজিবাদ, বৈপরীত্য এবং সহযোগিতা” বাংলাদেশের বাজেট ব্যবস্থায় ৫৩ বছরের দীর্ঘ দুর্বলতা, সুবিধাবাদ ও বৈশ্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে। এই বইটি তার ২৫ বছরের গবেষণা ও পর্যবেক্ষণ নির্ভর একটি সাহিত্যকর্ম ও বিশ্লেষণমূলক প্রকাশনা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ১৬টি ইউনিট

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ১৬টি ইউনিট

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App