ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রস্তুতি ও নিবিড় মূল্যায়নের পর ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, ফল প্রস্তুতের ক্ষেত্রে যেন কোনো ধরনের ভুল না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বোর্ডের সভাকক্ষে এইচএসসির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে এসব তথ্য শেয়ার করেন তিনি।
প্রফেসর কামাল উদ্দিন বলেন, আজ আমাদের জন্য খুবই আনন্দের দিন। দীর্ঘ পরিশ্রমের পর আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে পেরেছি।
তিনি জানান, এ বছর পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের জন্য অতিরিক্ত পাঁচ দিন সময় দেওয়া হয়েছিল, যাতে তারা যথাযথভাবে কাজ সম্পন্ন করতে পারেন। আমরা এবার সময় বাড়িয়ে দিয়েছিলাম। ফলে তারা মনোযোগসহকারে খাতা মূল্যায়ন করতে পেরেছেন।
আরো পড়ুন : এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
দীর্ঘ ১০ বছর পর পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের সম্মানি বাড়ানো হয়েছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি বলেন, প্রায় এক দশক পর এবারই প্রথম সম্মানি বাড়ানো হয়েছে বোর্ডের নিজস্ব তহবিল থেকে। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। এতে পরীক্ষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
খাতা মূল্যায়নে অনিয়মের বিষয়ে প্রফেসর কামাল উদ্দিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অভিযোগ আমরা পেয়েছিলাম। তদন্তে প্রমাণিত হওয়ায় ১৪ জন শিক্ষক ও প্রশিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য তাদের বোর্ডের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করেছি সবকিছু নির্ভুল রাখতে। এবার ফল প্রস্তুতে কোনো ভুলত্রুটি হয়নি।