গাজায় ত্রাণ সহায়তা সীমিত, খাবারের জন্য হাহাকার ও লুটপাট

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১১:৫৭ এএম

পরিমাণ সহায়তা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট মোকাবিলায় আরো খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। সহায়তা বহনকারী ট্রাকগুলো লুটপাটের শিকার হওয়ায় খাদ্য বিতরণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
এর মধ্যেই গাজায় সাহায্যবাহী ট্রাকগুলো লুটের হাত থেকে রক্ষাকারীদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডবিউএফপি) জানায়, মানুষের মধ্যে ক্ষুধা, হতাশা ও নিরাপত্তাহীনতা এতটাই বেড়েছে যে কিছু সাহায্যবাহী ট্রাক পথে লুটপাট হয়ে যাচ্ছে। তারা সতর্ক করেছে, যদি অবিলম্বে নিরাপদ ও টেকসই সহায়তা প্রবাহ নিশ্চিত না করা যায়, তাহলে সংকট আরো ভয়াবহ রূপ নিতে পারে।
আরো পড়ুন : গাজায় গণহত্যা চলছেই, প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা-ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজায় যা চলছে তা একটি মানবিক বিপর্যয়। এখন যে পরিমাণ সহায়তা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। খড়ের গাদায় সুচ খোঁজার মতো। তিনি আরো বলেন, সহায়তা ঠিকমতো পৌঁছাচ্ছে না, কোনোটা রাস্তায় লুট হচ্ছে, আবার কোনোটা নিরাপত্তাহীনতার কারণে আটকে আছে।
গত ২ মার্চ থেকে আরোপিত পূর্ণ অবরোধের পর এই সপ্তাহে প্রথম বারের মতো খাদ্য ও মানবিক সহায়তা বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করতে দেয় ইসরায়েল। তাদের দাবি, সোমবার থেকে ৩০০টিরও বেশি সহায়তাবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।