প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ জন রাজনীতিবিদের সাক্ষাৎ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৩:৪৪ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
রাজনৈতিক সংকট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ধারাবাহিক বৈঠক চলছে। শনিবার বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে আলাদা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। রবিবার (২৫ মে) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সর্বদলীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, রবিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দফায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিকেল ৫টা ও ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা তাঁরা হলেন:
প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন—
১। কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম
২। মাহমুদুর রহমান মান্না
৩। সাইফুল হক
৪। জুনায়েদ সাকী
৫। হাসনাত কাইয়ুম
৬। মুজিবর রহমান মঞ্জু
৭। মুজাহিদুল ইসলাম সেলিম
৮। খালেকুজ্জামান ভূঁইয়া
৯। টিপু বিশ্বাস
১০। শেখ রফিকুল ইসলাম বাবলু
১১। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
দ্বিতীয় দফায় সাক্ষাৎ করবেন—
১। মাওলানা সাদিকুর রহমান
২। মাওলানা রেজাউল করিম
৩। মাওলানা মামুনুল হক
৪। মাওলানা আহমেদ আব্দুল কাদের
৫। মাওলানা আজিজুল হক ইসলামাবাদি
৬। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
৭। নুরুল হক নূর
৮। মাওলানা মুসা বিন ইজহার
৯। মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি