×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া-ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০২:২৩ পিএম

যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া-ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি : সংগৃহীত

দীর্ঘ উত্তেজনা ও সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই শত্রু রাষ্ট্র ইসরায়েল ও সিরিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক।

শুক্রবার (১৮ জুলাই) ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

টম ব্যারাক জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই উদ্যোগে প্রতিবেশী তুরস্ক ও জর্ডানও সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সিরিয়ার দ্রুজ, বেদুইন ও সুন্নি জনগোষ্ঠীসহ সব পক্ষকে লড়াই বন্ধ করে অস্ত্র নামিয়ে রাখতে হবে। তিনি বলেন, সব সংখ্যালঘু সম্প্রদায় একত্র হয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নতুন সিরীয় পরিচয় গড়ে তুলুক—এটাই আমাদের প্রত্যাশা।

যুদ্ধবিরতির ঘোষণা আসার মাত্র কয়েকদিন আগেই ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনীর সদর দফতরসহ একাধিক স্থানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল। ইসরায়েল দাবি করে, সিরিয়ার দক্ষিণাঞ্চল সুয়েইদা প্রদেশে দ্রুজ ও বেদুইনদের মধ্যে সহিংস সংঘর্ষের পর দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার স্বার্থেই তারা এ হামলা চালিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে দ্রুজ সম্প্রদায়ের অবস্থান গুরুত্বপূর্ণ। সম্প্রদায়ের একটি অংশ ইসরায়েলেও বাস করে।

সিরিয়ার রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসে গত ডিসেম্বরে, যখন ইরানের মিত্র ও দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইসলামপন্থি বাহিনীর কাছে ক্ষমতাচ্যুত হন। এরপর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল-শারা। এই পালাবদলের সুযোগে ইসরায়েল সিরিয়াকে আরো দুর্বল করার চেষ্টা করছে বলে মত বিশ্লেষকদের।

আরো পড়ুন : ইসরায়েলকে ‘রক্তপিপাসু’ বললেন এরদোগান

সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি চুক্তিও ঘোষণা করেছে। চুক্তি অনুযায়ী সিরিয়ার সরকারি বাহিনী সুয়েইদা প্রদেশ থেকে পিছু হটছে। তবে ইসরায়েলের বিমান হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গুরুত্বপূর্ণ মিত্র মনে করলেও দামেস্কে চালানো সাম্প্রতিক বিমান হামলার পক্ষে তারা নেই। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল আমাদের কূটনৈতিক ও সামরিক সহায়তার ওপর নির্ভরশীল, তাই কোনো উসকানিমূলক হামলাকে আমরা সমর্থন করি না।

যুদ্ধবিরতির খবরে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার ক্ষীণ আশা দেখা দিলেও বিশ্লেষকরা বলছেন, দ্রুজ, বেদুইন ও সুন্নি মিলিয়ে বিভক্ত সিরিয়াকে ঐক্যবদ্ধ রাখা সহজ কাজ হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

নেক্সট টাইম পেলে গাড়িসহ লটকাইয়া রাখবো, সাংবাদিককে ট্রাফিক পুলিশের এসি

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননাকারী যুবকের কঠোর শাস্তির দাবি ইনকিলাব মঞ্চের

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

কুরআন অবমাননার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App