×

মধ্যপ্রাচ্য

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত আরো ৪৮, অনাহারে ৮৯ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:৪৫ পিএম

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত আরো ৪৮, অনাহারে ৮৯ শিশুর মৃত্যু

গাজায় ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারালেন অন্তত ৪৮ ফিলিস্তিনি। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সংগ্রহের সময় আবারও প্রাণ হারালেন অন্তত ৪৮ ফিলিস্তিনি। মঙ্গলবার (৩০) রাতে থেকে বুধবার সকাল পর্যন্ত গাজা শহরের জিকিম ক্রসিং এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে, যা মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ হিসেবে পরিচিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

আরো পড়ুন : ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ১৫ দেশের

স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে, শিফা ও আল-সারায়া হাসপাতালে শতাধিক আহত ও নিহতদের নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে হামলার দায় স্বীকার বা কোনো মন্তব্য এখনও আসেনি। তবে তাদের দাবি, তারা শুধুমাত্র সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা চালায় এবং বেসামরিক হতাহতের জন্য হামাসকে দায়ী করে আসছে।

এদিকে, গাজার ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট জানিয়েছে, মঙ্গলবার ২২০টির বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকেছে। অথচ যুদ্ধবিরতির সময় প্রতিদিন গড়ে ৫০০–৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করত।

জাতিসংঘের সহায়তা যথাযথভাবে বিতরণ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ট্রাক ভিড় করা জনতার মাধ্যমে ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকায় খালাস হচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে, উপত্যকায় ভয়াবহ খাদ্যসংকট বিরাজ করছে। অনাহারে এরই মধ্যে ৮৯ শিশু ও ৬৫ প্রাপ্তবয়স্ক ফিলিস্তিনি মারা গেছেন।

ইসরায়েলের হামলা ও অনাহারে মৃত্যু নিয়ে পশ্চিমা বিশ্বেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর কানাডা ও মাল্টা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান। মাল্টার স্থায়ী সচিব ক্রিস্টোফার কুটাজার জাতিসংঘে একই অবস্থান তুলে ধরেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতিকে হামাসের সন্ত্রাসবাদকে ‘পুরস্কৃত করা’ বলে অভিহিত করেছেন। যুক্তরাজ্যের ঘোষণার পর নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, আজ ইসরায়েলের সীমান্তে একটি জিহাদি রাষ্ট্র গড়া হলে, কাল সেটি আপনাদের জন্যও হুমকি হবে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিফ উইটকফ ইসরায়েল সফরে যাচ্ছেন। চলমান হামলা, ত্রাণ প্রবেশ ও যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

ইয়ামালের স্বপ্ন পূরণ

ইয়ামালের স্বপ্ন পূরণ

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App