×

মধ্যপ্রাচ্য

গাজায় নিহত আরো ৮৩, দুর্ভিক্ষে বাড়ছে শিশুদের মৃত্যুহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৯:৫১ এএম

গাজায় নিহত আরো ৮৩, দুর্ভিক্ষে বাড়ছে শিশুদের মৃত্যুহার

গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে শিশু ও বৃদ্ধদের মৃত্যুর হার বেড়েই চলেছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আরো অন্তত ৮৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। নিহতদের মধ্যে রয়েছেন শিশু, নারী ও খাদ্য সহায়তা প্রত্যাশী বহু সাধারণ মানুষ।

মঙ্গলবার (৫ আগস্ট) দিনভর চালানো এই হামলায় শুধুমাত্র খাদ্য সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ৫৮ জন ফিলিস্তিনি। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর খাদ্য বিতরণ কেন্দ্রে যাচ্ছিলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানান, জিএইচএফ এর কার্যক্রম শুরুর পর থেকে একই দৃশ্য প্রতিদিন ঘটছে। ফিলিস্তিনিরা খাবারের আশায় জড়ো হন, আর ইসরায়েলি বাহিনী গুলি চালায়।

তিনি জানান, উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে একটি খাদ্য সহায়তা কেন্দ্র থেকে গুরুতর আহত অবস্থায় বহু মানুষকে আল-শিফা হাসপাতালে আনা হয়েছে। অনেকের মাথা, গলা ও বুকের অংশে গুলির চিহ্ন রয়েছে, যা চিকিৎসা অত্যন্ত জটিল করে তুলেছে।

আরো পড়ুন : গাজা দখলে অনড় নেতানিয়াহু

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতোমধ্যে গাজার খাদ্য সংকট এবং সহায়তা কেন্দ্রগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাগুলোর মতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত খাদ্য সহায়তার আশায় থাকা অন্তত ১,৫৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, ক্ষুধা ও অপুষ্টিতে শিশু ও বৃদ্ধদের মৃত্যুর হার বেড়েই চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে এক শিশু রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন মোট ১৮৮ জন, যাদের মধ্যে ৯৪ জনই শিশু।

৭৫ বছর বয়সী ফিলিস্তিনি নাগরিক সালিম আসফুর আল জাজিরাকে বলেন, আমি কয়েক মাস ধরে শুধু রুটি ও পানি খেয়ে বেঁচে আছি। ওজন কমে অর্ধেক হয়ে গেছে। একা চলাফেরা করতে পারি না, ছেলের সাহায্য লাগে। খাবার আনতে ২০ কিলোমিটার হাঁটা সম্ভব নয়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, সোমবার গাজায় মাত্র ৯৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যেখানে প্রয়োজন ছিল ৬০০ ট্রাক। বর্তমানে গড়ে প্রতিদিন মাত্র ৮৫টি ট্রাক প্রবেশ করছে, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, মানবিক সহায়তার বড় একটি অংশই ইসরায়েলি বাহিনীর সৃষ্টি করা বিশৃঙ্খলার সুযোগে লুট হয়ে যাচ্ছে। এতে করে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

গাজা এখন কার্যত মানবিক বিপর্যয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এমন সতর্কবার্তা বারবার জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো। তবুও ইসরায়েলি হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হিরোশিমায় পারমাণবিক বিভীষিকার ৮০ বছর

হিরোশিমায় পারমাণবিক বিভীষিকার ৮০ বছর

৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন অজি অলরাউন্ডার

আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন অজি অলরাউন্ডার

গাজায় নিহত আরো ৮৩, দুর্ভিক্ষে বাড়ছে শিশুদের মৃত্যুহার

গাজায় নিহত আরো ৮৩, দুর্ভিক্ষে বাড়ছে শিশুদের মৃত্যুহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App