×

মধ্যপ্রাচ্য

গাজায় একজনকে হত্যায় ইসরায়েলের খরচ ১৮ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১১:০১ এএম

গাজায় একজনকে হত্যায় ইসরায়েলের খরচ ১৮ কোটি টাকা

এখন পর্যন্ত গাজার ৬১ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গণহত্যা শুরু করে দখলদার ইসরায়েল। দুই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে গাজার ৬১ হাজার মানুষকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।

ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালের স্মোরিচ বুধবার (৬ আগস্ট) জানিয়েছেন গাজায় বর্বর যুদ্ধ চালাতে গিয়ে এ পর্যন্ত তাদের ৩০০ বিলিয়ন শেকেল খরচ হয়েছে। যা ৮৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমান।

প্রতীকি হিসেব করলে দেখা যাচ্ছে, দখলদাররা গাজার এই ৬১ হাজার মানুষকে হত্যা করতে ৮৭ বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে। খবর মিডেল ইস্ট আইয়ের।

যা বাংলাদেশি অর্থে ১০ কোটি ৬৪ লাখ ৮১২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার সমান। যার অর্থ গাজার একেকজন বাসিন্দাকে হত্যা করতে প্রায় ১৮ কোটি টাকা খরচ করেছে দখলদাররা।

আরো পড়ুন : গাজায় ত্রাণের ট্রাক উল্টে ২৫ জনের মৃত্যু

এত ব্যয়বহুল যুদ্ধ হওয়া সত্ত্বেও ইসরায়েলি অর্থমন্ত্রী জানিয়েছেন, তারা যুদ্ধ চালিয়ে যাবেন। এ দখলদাররা বলছে, হামাস, ইউরোপ এবং ইসরায়েলের অনেকে যুদ্ধ বন্ধে আমাদের চাপ দিচ্ছে। তবে পূর্ণ জয় না না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে নিতে আমরা সবকিছু করব।

এদিকে বৃহস্পতিবার (৭ আগস্ট) মন্ত্রীসভার সঙ্গে বৈঠকে বসছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এ বৈঠক থেকে পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিতে পারেন তারা।

কারণ, ট্রাম্প আগেই বলেছেন, গাজার পুরোটা ইসরায়েল দখল করে নিলেও তিনি কিছু বলবেন না। মূলত, যুক্তরাষ্ট্রের আশকারা পেয়েই ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলি অর্থমন্ত্রী বিষয়টি উল্লেখ করে বুধবার বলেন, আমি আশা করি আগামীকাল (৭ আগস্ট) আমরা গাজার সর্বত্র হামলার সিদ্ধান্ত নেব এবং এটি দখল করব। যেন হামাসকে সামরিকভাবে পরাজিত করতে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

নিউইয়র্কে ৩৬টি শারদীয় দুর্গোৎসব কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App