×

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না ইরান: খামেনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫০ এএম

যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না ইরান: খামেনি

খামেনি

ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।  

সেইসঙ্গে তিনি বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। 

আয়াতুল্লাহ আলী খামেনির অভিযোগ, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল, তা ছিল ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের ‘আনুগত্যে বাধ্য করা।' 

তবে ইরানি জাতি দেশের সেনাবাহিনী ও সরকার ব্যবস্থার পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে।

বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে তিনি বলেন, শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে।

দেশবাসীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ। মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা, রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে, তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত দেবে, মাথা পেতে মেনে নেব: ফজলুর রহমান

দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত দেবে, মাথা পেতে মেনে নেব: ফজলুর রহমান

জনগণের সমস্যার সমাধানই আমার অঙ্গীকার

মতবিনিময় সভায় আমিনুল হক জনগণের সমস্যার সমাধানই আমার অঙ্গীকার

সামান্য কিছু বালু নিয়ে এতকিছু অথচ পুরো দেশটাই ধ্বংসের পথে

সামান্য কিছু বালু নিয়ে এতকিছু অথচ পুরো দেশটাই ধ্বংসের পথে

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদী রিমান্ডে

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদী রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App