×

অপরাধ

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদী রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পিএম

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদী রিমান্ডে

সোমবার তৌহিদ আফ্রিদীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) পুলিশের করা আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ রিমান্ড মঞ্জুর করেন।

বেলা ২টা ২৫ মিনিটে তৌহিদ আফ্রিদীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানির সময় তাকে এজলাসে তোলা হয়।

তবে তৌহিদ আফ্রিদীর আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে রোববার (২৫ আগস্ট) রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে।

তৌহিদ আফ্রিদী বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। আরেকটি মামলায় গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবাকেও গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি তার বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নাম্বার এজাহারনামীয় আসামি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকদের রুটি-রুজি-জীবনের নিরাপত্তা ও বিভুরঞ্জনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

সাংবাদিকদের রুটি-রুজি-জীবনের নিরাপত্তা ও বিভুরঞ্জনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

মোদিকে ডুবিয়ে দিতে যাচ্ছেন সুপারস্টার থালাপতি বিজয়!

মোদিকে ডুবিয়ে দিতে যাচ্ছেন সুপারস্টার থালাপতি বিজয়!

ভারত সফরে আসছে আর্জেন্টিনা, ১ ম্যাচেই খরচ ৫৫৬ কোটি টাকা

ভারত সফরে আসছে আর্জেন্টিনা, ১ ম্যাচেই খরচ ৫৫৬ কোটি টাকা

সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক: পরিবেশ উপদেষ্টা

সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক: পরিবেশ উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App