×

মধ্যপ্রাচ্য

মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৮:৪৪ এএম

মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তার যোগদান অনিশ্চিত হয়ে পড়ছে। খবর সিএনএন ও নিউইয়র্ক পোস্টের।

এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কিছু দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে। এর আগে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যবস্থা করছে মার্কিনিরা। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৯ আগস্ট) এক ঘোষণায় জানিয়েছে মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি (পিএ) এবং ফিলিস্তিন লিবারেশন অর্গনাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ‘ভিসা প্রত্যাখ্যান ও বাতিল’ করতে যাচ্ছে তারা। 

তবে জাতিসংঘের সদরদপ্তর চুক্তি অনুযায়ী ভিসার ক্ষেত্রে ফিলিস্তিনি মিশন যে ছাড় পেতো সেটি পাবেন তারা।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও দেশটির প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নাও পারেন।

আরো পড়ুন : ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মামলা

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমো পেয়েছে। এতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসহ অন্যান্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের কথা বলা হয়েছে।

ভিসা নিষেধাজ্ঞা ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র  টমি পিগট বলেছেন, ট্রাম্প প্রশাসন ঘোষণা করছে যে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন আইন অনুযায়ী ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন এবং ফিলিস্তিনি অথরিটির  সদস্যদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হবে।

তিনি আরো বলেন, শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করার আগে তাদের অবশ্যই সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে এবং একটি কাল্পনিক (ফিলিস্তিন) রাষ্ট্রের একতরফা স্বীকৃতি খোঁজা বন্ধ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন

আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন

রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি

রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি

সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএমপির জরুরি বৈঠক

সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএমপির জরুরি বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App