×

মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো আরো ৫ দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো আরো ৫ দেশ

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরো পাঁচটি দেশ। ছবি : সংগৃহীত

জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরো পাঁচটি দেশ।

এসব দেশ হলো, বেলজিয়াম, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো এবং লুক্সেমবার্গ। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ফ্রান্স। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ফিলিস্তিন ও দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক বৈঠকে দেশগুলোর নেতারা এই ঘোষণা দেন। মাল্টার প্রধানমন্ত্রী বলেন, এই স্বীকৃতি আমাদের শান্তি ও ন্যায়বিচারে বিশ্বাসের প্রতিফলন এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি আমাদের অবস্থানকে স্পষ্ট করে।

আরো পড়ুন : এখন পর্যন্ত কত দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো, বাংলাদেশ দিয়েছে কখন

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী একে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দেন। অন্যদিকে বেলজিয়াম জানায়, এই পদক্ষেপ দীর্ঘদিনের আলোচনাভিত্তিক দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের সমর্থনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ বৈঠকেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, আজ আমি ঘোষণা করছি, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তিনি বলেন, এটাই একমাত্র সমাধান।

ম্যাক্রোঁ সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, মোনাকো, পর্তুগাল, যুক্তরাজ্য ও সান মারিনোর প্রশংসা করেন। তার মতে, স্বীকৃতি কার্যকর আলোচনার পথ প্রশস্ত করবে। তিনি আরো আহ্বান জানান, আরব ও মুসলিম রাষ্ট্রগুলো যেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।

ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি গত জুলাইয়ের অনুরূপ এক বৈঠকের পর অনুষ্ঠিত হলো। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ সম্মেলনে যোগ দেয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত

নতুন সভ্যতার স্থপতি হবে তরুণ প্রজন্ম : ড. ইউনূস

নতুন সভ্যতার স্থপতি হবে তরুণ প্রজন্ম : ড. ইউনূস

আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, যা বললেন প্রেস সচিব

আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, যা বললেন প্রেস সচিব

৭ জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির আভাস

৭ জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App