×

মধ্যপ্রাচ্য

সব জীবিত জিম্মি ফেরত পেয়েছে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম

সব জীবিত জিম্মি ফেরত পেয়েছে ইসরায়েল

জীবিত ২০ ইসরায়েলি জিম্মির সবাইকেই হস্তান্তর করেছে হামাস। ছবি : সংগৃহীত

গাজা থেকে জীবিত ২০ ইসরায়েলি জিম্মির সবাইকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, দ্বিতীয় দফায় জীবিত জিম্মিদের মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দফায় ১৩ জন জিম্মিকে হস্তান্তর করেছে হামাস। তাদের বর্তমানে আইডিএফ ও গাজায় অবস্থানরত ইসরায়েলের নিরাপত্তা সংস্থার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। খবর বিবিসির।

এর মাধ্যমে জীবিত সব ইসরায়েলি জিম্মিকেই হস্তান্তর করা হয়েছে বলে দাবি করেছে হামাস। সংগঠনটি আরো জানিয়েছে, নিহত জিম্মিদের দেহাবশেষ পরে হস্তান্তর করা হবে।

এর আগে হামাস জীবিত ২০ জিম্মির নামের তালিকা ইসরায়েলের কাছে হস্তান্তর করেছিল।

আরো পড়ুন : রেড ক্রসের মাধ্যমে ৭ ইসরায়েলি জিম্মি হস্তান্তর করল হামাস

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় প্রায় এক হাজার হামাস যোদ্ধা। তারা গুলি চালিয়ে ১ হাজার ২০০ জন ইসরায়েলিকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। ১৯৪৮ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলের ইতিহাসে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

পরদিন, অর্থাৎ ৮ অক্টোবর, হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ভয়াবহ সেই অভিযানে গত দুই বছরে গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

গত দুই বছরে যুদ্ধ থামানোর জন্য একাধিকবার আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো হয়েছে। সেসব চেষ্টার অংশ হিসেবে বিভিন্ন সময়ে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির সময় হামাস বেশ কয়েক দফায় জিম্মিদের মুক্তি দেয়। এরপরও তাদের হাতে প্রায় ৪০ জন জিম্মি আটক ছিল। তবে হামাসের তথ্যমতে, তাদের মধ্যে জীবিত ছিলেন ২০ জন।

গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতির নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাস উভয়ই সেই প্রস্তাবে সম্মতি জানায়। এর পর থেকেই গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

কুষ্টিয়ায় ছয় হত্যা হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

বৃষ্টিহীন রাজধানীতে আজও শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত

বৃষ্টিহীন রাজধানীতে আজও শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত

বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্কে একমত যুক্তরাষ্ট্র–চীন

বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্কে একমত যুক্তরাষ্ট্র–চীন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App