৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম

ছবি : সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) মুক্তিপ্রাপ্ত বন্দিদের বিষয়ে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় কারাগার দপ্তর।
ইসরায়েলের জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, মুক্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে দুই ধাপে। প্রথম ব্যাচে প্রায় ২ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয় পশ্চিম তীরের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ‘ওফের’ কারাগার থেকে। খবর এএফপি, আল জাজিরা, এবং টাইমস অব ইসরায়েল।
হামাসের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সরবরাহ করা কয়েকটি বাসে করে এই বন্দিদের বেইতুনিয়া শহরে পৌঁছে দেওয়া হয়।
আরো পড়ুন : সব জীবিত জিম্মি ফেরত পেয়েছে ইসরায়েল
অন্যদিকে, দ্বিতীয় ব্যাচের ১ হাজার ৭১৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে। তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে পৌঁছান দুপুরের পর। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৫০ জন ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
গাজার নাসার মেডিকেল কমপ্লেক্সে বন্দিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। তাদের স্বাগত জানাতে বেইতুনিয়া ও খান ইউনিসে জড়ো হন শত শত ফিলিস্তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গাজায় অভিযান শুরু হয় ২০২৩ সালের ৮ অক্টোবর, হামাসের আকস্মিক হামলার একদিন পর। সে হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়। দুই বছরের যুদ্ধে গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত প্রায় ১ লাখ ৭০ হাজার।
গত ২৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করা হয়। উভয় পক্ষের সম্মতিতে গত শুক্রবার থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি।
এই চুক্তির তৃতীয় দিন সোমবার হামাস জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। তার বিনিময়েই ইসরায়েল কারাগারে থাকা ৩ হাজার ৭ শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বন্দিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেউ নেই। তারা আগেই জানিয়েছিল, এমন বন্দিদের মুক্তি দেওয়া হবে না।