নীতিগত বিরোধে নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম

ছবি : সংগৃহীত
নীতিগত মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতারে বিমান হামলা ও গাজা সিটি দখলে সামরিক অভিযানসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্যের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। হানেগবি নিজেও তার পদচ্যুতির সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের ব্যর্থতা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু হানেগবিকে অবহিত করেছেন যে জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে। এর ফলে হানেগবির দায়িত্বকাল আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।
আরো পড়ুন : গাজায় ফের ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের শঙ্কা
এক বিবৃতিতে হানেগবি বলেন, ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় যে ব্যর্থতা দেখা গেছে, তার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। আমি নিজেও সেই ব্যর্থতার দায় নিচ্ছি।
অন্যদিকে, ইয়েদিয়থ আহরোনথ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, হানেগবির স্থলাভিষিক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গিল রেইখ। তিনি এখন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেল চ্যানেল ১২ ও অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, গত মাসে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর চালানো বিমান হামলা এবং গাজা সিটি দখলের সামরিক অভিযানের বিষয় নিয়ে হানেগবি ও নেতানিয়াহুর মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়।
অভিযান শুরুর আগে মন্ত্রিসভায় হানেগবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা দখলের প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি সতর্ক করে বলেন, গাজা সিটি দখলের ফলে ইসরায়েলি বন্দিদের জীবনের ঝুঁকি বাড়বে। আমি সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে সম্পূর্ণ একমত, তাই এই প্রস্তাবের বিরোধিতা করছি।
গত ৯ সেপ্টেম্বর দোহায় চালানো ইসরায়েলি বিমান হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। ঘটনাটির নিন্দা জানায় বিশ্বজুড়ে বহু দেশ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৮ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন।