×

জাতীয়

দেশে সারের সংকট হবে না: কৃষি সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

দেশে সারের সংকট হবে না: কৃষি সচিব

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। ছবি: সংগৃহীত

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান জানিয়েছেন, দেশে বর্তমানে ইউরিয়া ও নন ইউরিয়া সারের মজুদ আগামী ডিসেম্বর পর্যন্ত চাহিদা মেটানোর জন্য যথেষ্ট রয়েছে। তিনি রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।

সচিব বলেন, সাম্প্রতিক বন্যায় আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখন বীজতলা তৈরি করার সময় নেই। তাই শীতকালীন সবজি ও রবি ফসলের প্রতি জোর দেয়া হচ্ছে। তিনি আগামী বোরো মৌসুমে ভাল উৎপাদন নিশ্চিত করতে সরকারের টার্গেটের কথা উল্লেখ করেন।

বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজসহ অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সচিব জানান, মন্ত্রণালয়ের অধীনে সংস্থাগুলোর প্রকল্পের অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। প্রকল্পগুলো সঠিকভাবে প্রণয়ন করতে পারলে দেশে দৃশ্যমান উন্নয়ন সম্ভব।

বর্তমানে দেশে ১০ লাখ ৬৩ হাজার মেট্রিক টন ডিএপি, এমওপি ও টিএসপি সারের মজুদ রয়েছে, এবং ইউরিয়া সারেরও যথেষ্ট পরিমাণে মজুদ আছে। তবে ডলার সংকটের কারণে সার আমদানিতে কিছু সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

সাম্প্রতিক বন্যায় দেশের ২৩ জেলায় প্রায় ৩,৩৪৬ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে, যার মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৭৩৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য প্রণোদনা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন: আইন সচিব হলেন গোলাম রাব্বানী

এমদাদ উল্লাহ মিয়ান বলেন, আমনের ক্ষতি পোষাতে আড়াই লাখ পরিবারকে ১ বিঘা জমিতে ফসল চাষের জন্য বীজ, সার এবং নগদ সহায়তা দেয়া হবে। বন্যার পর ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সুস্মিতার কাছে হেরে গিয়েছিলেন ঐশ্বরিয়া

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সুস্মিতার কাছে হেরে গিয়েছিলেন ঐশ্বরিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App