×

জাতীয়

আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১১:৪৯ এএম

আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে এ অভিযোগপত্র দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

এর আগে, গত ২৪ জুন মামলার অভিযোগপত্র জমা দেওয়ার জন্য ২ জুলাই তারিখ নির্ধারণ করে দেন ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিকালে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ গঠনের জন্য আরও এক সপ্তাহ সময় চাওয়া হয়। পরে ট্রাইব্যুনাল শুনানি শেষে নতুন দিন ধার্য করেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, মামলার তদন্ত প্রতিবেদন গত ১৯ জুন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে। তদন্তে মোট ১৬ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যাদের মধ্যে সাতজন ইতোমধ্যে গ্রেপ্তার রয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন ছয় তরুণ। এরপর তাদের লাশ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় আরও ভয়াবহ তথ্য উঠে আসে—তৎকালীন একজন আহত হলেও জীবিত ছিলেন, কিন্তু তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।

এই নৃশংস ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের অর্থ প্রেরণে নতুন দিগন্ত: দ্রুত ও সাশ্রয়ী সেবা নিয়ে এলো ‘প্রফি’

প্রবাসীদের অর্থ প্রেরণে নতুন দিগন্ত: দ্রুত ও সাশ্রয়ী সেবা নিয়ে এলো ‘প্রফি’

অবিশ্বাস্য ব্যাটিং ধসে বিব্রতকর হার বাংলাদেশের

অবিশ্বাস্য ব্যাটিং ধসে বিব্রতকর হার বাংলাদেশের

‘তোমার এক নাম্বার স্বামী কেমন আছে’, ফারিণকে প্রশ্ন নিশোর

‘তোমার এক নাম্বার স্বামী কেমন আছে’, ফারিণকে প্রশ্ন নিশোর

কেন খাদ্যতালিকায় রাখবেন চিচিঙ্গা ও ঝিঙা

কেন খাদ্যতালিকায় রাখবেন চিচিঙ্গা ও ঝিঙা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App