×

জাতীয়

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০২:০২ পিএম

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

আদালত অবমাননার মামলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ৬ মাস এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ অক্টোবর গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন আলাপে শেখ হাসিনা “২২৭ জনকে মারার লাইসেন্স পেয়েছি” বলে হুমকি দেন। অডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে বিষয়টি প্রসিকিউশন আদালত অবমাননার মামলা হিসেবে নথিভুক্ত করে।

আজ শুনানিতে ফাঁস হওয়া অডিও রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, বিচারব্যবস্থার প্রতি সরাসরি হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের উপাদান রয়েছে, যা আদালত অবমাননার স্পষ্ট প্রমাণ—মর্মে মন্তব্য করেন ট্রাইব্যুনাল।

আসামি শেখ হাসিনা পলাতক থাকলেও ন্যায়বিচারের স্বার্থে সরকারি খরচে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা হয়, যা এমন মামলায় বিরল নজির বলে উল্লেখ করেছেন প্রসিকিউশন কর্মকর্তারা।

এদিকে শাকিল আকন্দ বুলবুলকেও একই মামলায় আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত করে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের অর্থ প্রেরণে নতুন দিগন্ত: দ্রুত ও সাশ্রয়ী সেবা নিয়ে এলো ‘প্রফি’

প্রবাসীদের অর্থ প্রেরণে নতুন দিগন্ত: দ্রুত ও সাশ্রয়ী সেবা নিয়ে এলো ‘প্রফি’

অবিশ্বাস্য ব্যাটিং ধসে বিব্রতকর হার বাংলাদেশের

অবিশ্বাস্য ব্যাটিং ধসে বিব্রতকর হার বাংলাদেশের

‘তোমার এক নাম্বার স্বামী কেমন আছে’, ফারিণকে প্রশ্ন নিশোর

‘তোমার এক নাম্বার স্বামী কেমন আছে’, ফারিণকে প্রশ্ন নিশোর

কেন খাদ্যতালিকায় রাখবেন চিচিঙ্গা ও ঝিঙা

কেন খাদ্যতালিকায় রাখবেন চিচিঙ্গা ও ঝিঙা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App