×

জাতীয়

প্রধান উপদেষ্টা-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

যত দ্রুত সম্ভব নির্বাচন করা যায়, যে বিষয়ে কথা হয়েছে দু’পক্ষের’: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:৩১ পিএম

যত দ্রুত সম্ভব নির্বাচন করা যায়, যে বিষয়ে কথা হয়েছে দু’পক্ষের’: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই ফোনালাপে শিগগিরই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা এসেছে। ইউনূস-রুবিও’র ফোনালাপ নিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তারা খুব চমৎকার পরিবেশে কথা বলেছেন। তখন আমি সামনে বসা ছিলাম। সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলেছেন এবং কথায় উঠে এসেছে যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হোক। 

শিগগিরই নির্বাচন করার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কি না, প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে। জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেননি। তৌহিদ হোসেন বলেন, দু’পক্ষের  কথা হচ্ছিল আন্তরিক পরিবেশে। এর মধ্যে এ কথাগুলো উঠে এসেছে। নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছেন এবং সংস্কার কার্যক্রমের ব্যাপারে সমর্থনের কথা বলেছেন। তখন তাদের জানানো হয়েছে, যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হবে। 

মানবিক করিডর নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, না, এ ধরণের কোনও কথা হয়নি। তবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

এই ফোনালাপ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রায় ১৫ মিনিটব্যাপী ফোনালাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যকার দৃঢ় দ্বিপক্ষীয় সম্প্রীতির প্রতিফলন। আলোচনার সময় উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। যার মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা, আসন্ন সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কার্যালয় চালু করতে প্রয়োজনীয় সমঝোতা স্মারক এখনও খসড়া পর্যায়ে আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন করা যায়, যে বিষয়ে কথা হয়েছে দু’পক্ষের। 

জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত ৩৬ বাংলাদেশি আটকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানতে চেয়েছে মন্তব্য করে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি অন্যান্য দেশে ভিসা পেতে নেতিবাচক প্রভাব ফেলবে। 

এখন থেকে ওমানের রাস্তায় দাঁড়িয়ে প্রবাসীদের সেবার জন্য অপেক্ষা করতে হবে না মন্তব্য করে তিনি বলেন, প্রবাসীদের সেবা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

গঙ্গা চুক্তি নিয়ে টালবাহানার কিছু নেই মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৩০ বছরেও ভারত থেকে ইতিবাচক কোনও ইঙ্গিত পায়নি বাংলাদেশ। দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করে সমাধানে আসতে হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে এক নারীর উদ্দাম নৃত্য, ভিডিও ভাইরাল

টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে এক নারীর উদ্দাম নৃত্য, ভিডিও ভাইরাল

জুলাই এসেছে ফিরে সতর্কবার্তা নিয়ে

জুলাই এসেছে ফিরে সতর্কবার্তা নিয়ে

অন্তর্বর্তী সরকার: আস্থার ভাঙন!

অন্তর্বর্তী সরকার: আস্থার ভাঙন!

এসএসসির ফল প্রস্তুত, শিগগিরই প্রকাশ

এসএসসির ফল প্রস্তুত, শিগগিরই প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App