×

শিক্ষা

এসএসসির ফল প্রস্তুত, শিগগিরই প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১১:৫৭ পিএম

এসএসসির ফল প্রস্তুত, শিগগিরই প্রকাশ

ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন কেবল শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলেই চূড়ান্ত দিন নির্ধারণ করে ফল প্রকাশ করবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই দেশের প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফল জানতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফল তৈরির কাজ প্রায় শেষ। আমরা এখন সম্ভাব্য কয়েকটি তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব। মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দেবে, সেটিতেই ফল প্রকাশ করা হবে।

চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত না হলেও অধ্যাপক হায়দার জানান, যেহেতু এবারের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে গত ১৫ মে, তাই শিক্ষা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী (৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ) ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

এবার মোট তিনটি ধারাবাহিক পরীক্ষার ফল প্রকাশ হবে একযোগে– সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল)।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সম্মতি সাপেক্ষে মন্ত্রণালয় ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করবে। ফল প্রকাশের দিন সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। আগামী কয়েকদিনের মধ্যে মন্ত্রণালয় থেকে ফল প্রকাশের নির্ধারিত দিন ঘোষণা করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

সারাদেশে বৃষ্টি, তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস

সারাদেশে বৃষ্টি, তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস

ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন জোরালো!

ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন জোরালো!

ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App