×

জাতীয়

পরিসংখ্যান

ছয় মাসে খুনের ঘটনা ঊর্ধ্বমুখী, অপহরণ-ধর্ষণও বাড়ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:০৭ এএম

ছয় মাসে খুনের ঘটনা ঊর্ধ্বমুখী, অপহরণ-ধর্ষণও বাড়ছে

জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দেশে ধারাবাহিকভাবে বেড়েছে খুনের ঘটনা। ছবি : প্রতীকী

চলতি বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দেশে ধারাবাহিকভাবে বেড়েছে খুনের ঘটনা। পুলিশের সর্বশেষ অপরাধ পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারিতে খুনের মামলা ছিল ২৯৪টি, যা জুনে গিয়ে দাঁড়িয়েছে ৩৪৪টিতে।

এ সময়ের মধ্যে ডাকাতি ও দস্যুতা কিছুটা কমলেও ধর্ষণ, অপহরণ এবং নারী নির্যাতনের মতো অপরাধে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। 

প্রেস উইং বলেছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে চলতি বছরে অপরাধ বেড়েছে, যা নাগরিকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। চলতি বছর অপরাধ খুব বাড়ছে—এই দাবি পরিসংখ্যান পুরোপুরি সমর্থন করে না। বরং গত ১০ মাসে বড় অপরাধগুলোর ঘটনা একই ধরনের রয়েছে।

আরো পড়ুন : বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

সম্প্রতি পুরান ঢাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে, কুপিয়ে এবং ইট-পাথরের খণ্ড দিয়ে থেঁতলে হত্যা করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করছেন অনেকে।

এ অবস্থার মধ্যে প্রেস উইংয়ের পক্ষ থেকে দেশের অপরাধ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়া হলো।

পুলিশ সদর দপ্তরের বিশ্লেষণ অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পরিসংখ্যানে খুনের ঘটনার উর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। ২০২০ সালে সারাদেশে খুনের মামলা ছিল ৩ হাজার ৫৩৯টি, ২০২১ সালে ৩ হাজার ২১৪টি, ২০২২ সালে ৩ হাজার ১২৬টি এবং ২০২৩ সালে ৩ হাজার ২৩টি। অথচ ২০২৪ সালে অভ্যুত্থানকালীন সহিংসতা ও পুরোনো মামলার কারণে খুনের মামলা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১১৪টিতে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুনের মামলা হয়েছে ১ হাজার ৯৩৩টি, যা গত চার বছরের ছয় মাসের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। 

ধর্ষণ, নারী নির্যাতন ও অপহরণ

ধর্ষণের ঘটনাও এ সময়ে ঊর্ধ্বমুখী। জানুয়ারিতে ৩৯২টি ধর্ষণের মামলা হলেও জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯২টিতে। ছয় মাসে ধর্ষণের মোট মামলা ২ হাজার ৬৮৪টি।

অপহরণের ঘটনায়ও মামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি ছয় মাসে অপহরণের মামলা হয়েছে ৫১৭টি, যা আগের পুরো বছরের চেয়েও বেশি হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ২০২০ সালে অপহরণের মামলা ছিল ৪৮৬টি, ২০২১ সালে ৪৪৫টি, ২০২২ সালে ৪৬০টি, ২০২৩ সালে ৪৬৩টি এবং ২০২৪ সালে ৬৪২টি।

নারী নির্যাতনের মামলার সংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ছয় মাসে মামলার সংখ্যা ৬ হাজার ১৪৪টি।

ডাকাতির ঘটনায় মামলা চলতি বছরের জুনে কমেছে। জানুয়ারিতে ডাকাতির মামলা ছিল ৭১টি, জুনে তা কমে ৪৯টিতে দাঁড়িয়েছে। ছয় মাসে মোট ডাকাতির মামলা হয়েছে ৩৬৭টি। তবে বছরভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালে ডাকাতির মামলা ছিল ৩০২টি, ২০২১ সালে ৩০৮টি, ২০২২ সালে ৪০৬টি, ২০২৩ সালে ৩১৯টি এবং ২০২৪ সালে ৪৯০টি।

দস্যুতার মামলার ক্ষেত্রেও ওঠানামা রয়েছে। জানুয়ারিতে দস্যুতার মামলা হয়েছিল ১৭১টি, জুনে তা কমে দাঁড়িয়েছে ১৫১টিতে। ছয় মাসে দস্যুতার মামলা হয়েছে ৯৭২টি, যেখানে ২০২০ সালে ছিল ৯৭৮টি, ২০২১ সালে ৯৭১টি, ২০২২ সালে ১ হাজার ১২৮টি, ২০২৩ সালে ১ হাজার ২২৭টি এবং ২০২৪ সালে ১ হাজার ৪০৫টি।

একইভাবে অ্যাসিড নিক্ষেপ, দাঙ্গা, শিশু নির্যাতন, চুরি, মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনের মামলা কখনো বেড়েছে আবার কখনো কমেছে।

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার ঘটনাও বাড়ছে। চলতি ছয় মাসে পুলিশের ওপর হামলার মামলা হয়েছে ৩২৯টি, যেখানে ২০২০ সালে ছিল ৪৪৯টি, ২০২১ সালে ৬০৮টি, ২০২২ সালে ৬০১টি, ২০২৩ সালে ৬০৭টি এবং ২০২৪ সালে ৬৪২টি।

অপরাধ বিশ্লেষকেরা বলছেন, পুলিশ সদর দপ্তর সাধারণত মামলার হিসাব দিয়ে অপরাধ পরিসংখ্যান তৈরি করে থাকে। এ জন্য এই পরিসংখ্যান দিয়ে সব আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র বোঝা যায় না। পুলিশ মামলা নিতে অনীহা দেখালে পরিসংখ্যানেও অপরাধ কম দেখায়। তবে এই পরিসংখ্যান থেকে সামগ্রিক অপরাধ পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন, শুধু পরিসংখ্যান দিয়ে বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। খুন, নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো ব্যাপকভাবে সামনে আসছে। দেশের মানুষের মধ্যে ভয় ও শঙ্কা বেড়েছে। এটিই অপরাধ পরিস্থিতির নেতিবাচক বাস্তবতার ইঙ্গিত দেয়।

তিনি বলেন, মানুষ নিরাপদ বোধ করছে কি না, সেটি বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বীকার করে সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৮ বছরেও চেহারায় যেন পরিবর্তন নেই, রহস্য ফাঁস করলেন কারিনা

১৮ বছরেও চেহারায় যেন পরিবর্তন নেই, রহস্য ফাঁস করলেন কারিনা

প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছি না: আলী রীয়াজ

প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছি না: আলী রীয়াজ

ঘুষকাণ্ডে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

ঘুষকাণ্ডে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App