দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাজনৈতিক দলকে জানাল কমিশন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০২:১২ পিএম

ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৭তম দিনের সংলাপ। ছবি: সংগৃহীত
দলীয় প্রধান আর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না— এমন সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এ সিদ্ধান্তে জাতীয় সনদে কোনো দল চাইলে নোট অব ডিসেন্ট দিতে পারবে।
মঙ্গলবার (২২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৭তম দিনের সংলাপে এ তথ্য জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আলী রীয়াজ বলেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না—এ বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। তবে কিছু দল ভিন্নমত পোষণ করেছে। তারা চাইলে জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ দিতে পারবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকলেও নোট অব ডিসেন্ট দেয়ার অধিকার ভিন্নমত পোষণকারী দলগুলোর থাকবে।
আরো পড়ুন : মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা
প্রস্তাবটি নিয়ে একাধিক দিন সংলাপ আলোচনা হয়। সেখানে বিএনপিসহ তার সমমনা দল এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং আম জনতার দল একই ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা করার পক্ষে মত দেয়। তবে, জামায়াত, এনসিপিসহ বাকি দল দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী করার বিপক্ষে মত দেন।
আলী রীয়াজ বলেন, আমরা চাইলে নোট অব ডিসেন্টের পরিধি সীমাবদ্ধ না রেখে অতীতের ন্যায় এটিকে খোলা রাখছি। যদি কোনো দল প্রয়োজন মনে করে, তবে পরবর্তী আলোচনায়ও এ বিষয়ে মত দিতে পারবে।
আজকের আলোচনার আলোচ্য সূচি-প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (সিদ্ধান্ত গ্রহণ), তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব-সর্বশেষ আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত।
আলোচনার শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।