×
Icon ব্রেকিং
রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

জাতীয়

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিব প্রত্যাহার: তথ্য উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিব প্রত্যাহার: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 

সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই শিশু। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তারা।

এদিন সকালে ওই স্কুল পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে  শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। উপদেষ্টাদের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। তাদের এসব দাবি মেনে নেয়ার অঙ্গীকার করেন আইন উপদেষ্টা। 

তবে তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি শিক্ষার্থীদের। বেলা সাড়ে ৩টার দিকে সেই প্রতিষ্ঠান থেকে বের হতে পারলে কিছু দূর এগিয়ে দিয়া বাড়ি মোড়ে আবার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। ফলে বিকেল সাড়ে ৪টার দিকে আবার দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে অবস্থান নিয়েছেন। বাইরে শত শত শিক্ষার্থী আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন।

দুপুরের পর থেকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। সেখানে বিকেল ৪টার পর শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। তাতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

চোখের জলে বিদায়, চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির, হাজারো মানুষের ঢল

চোখের জলে বিদায়, চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির, হাজারো মানুষের ঢল

মাইলস্টোন ট্র্যাজেডি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নীরবতা পালন

মাইলস্টোন ট্র্যাজেডি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নীরবতা পালন

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App