×

জাতীয়

নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০:৩৯ পিএম

নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো বিএনপি

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি বলেছে, তারা মনে করে এ ঘোষণায় রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং নির্বাচন নিয়ে যাদের মধ্যে দোদুল্যমানতা ছিলো সেটি কেটে যাবে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী ফেব্রুয়ারিতেই বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) যথাসময়ে তফসিল ঘোষণা করবে। কিন্তু প্রধান উপদেষ্টা ইসিকে চিঠি দিবেন বলে যে ঘোষণা দিয়েছেন, সেটার জন্য সারা জাতি অপেক্ষা করছিল। তার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যাদের মনে দোদুল্যমানতা ছিলো সেটি আর থাকবে না এবং নির্বাচনের আবহ সৃষ্টি হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হবে। এটি হবে সারা বিশ্বের মধ্যে প্রশংসিত। এ ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আরও প্রতিষ্ঠিত হবে। ব্যবসা বাণিজ্য বিনিযোগে অচলতা থাকবে না। সব সচল হবে।

একইসঙ্গে প্রধান উপদেষ্টা যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন সেটিকেও স্বাগত জানিয়েছেন তিনি। বিএনপি নেতা বলেন, আমরা দুটোকেই স্বাগত জানিয়েছি। জুলাই ঘোষণাপত্রের ঘোষণাকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানে যথাযথ জায়গায় সেটি স্থাপন করা হবে। জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেয়া সমুচিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

নিউইয়র্কে ৩৬টি শারদীয় দুর্গোৎসব কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App