যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর মাইলস্টোন কলেজে পাঠদান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনার ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে পাঠদান শুরু হয়েছে। বুধবার (৬ আগস্ট) শিক্ষা প্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে ক্যাম্পাসে আসে। সকাল সাড়ে ৮টা থেকে স্বাভাবিক নিয়মে পাঠদান শুরু হয়।
মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় গত রোববার আয়োজিত দোয়া এবং শোক অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা।
গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ নিহত হয়েছেন ৩৪ জন। দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
মর্মান্তিক এ দুর্ঘটনার পর যেসব শিক্ষার্থী মানসিক ট্রমায় ভুগছে, তাদের কাউন্সেলিং সেবা দেয়া হয়েছে মাইলস্টোন ক্যাম্পাসে স্থাপিত কাউন্সেলিং সেন্টারে। এসব শিক্ষার্থীকে মানসিক ট্রমা থেকে বের করে আনা ও পড়ালেখায় মনোযোগী করা এর উদ্দেশ্য। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা কাছ থেকে দেখা শিক্ষক-অভিভাবকেরাও কাউন্সেলিং নিচ্ছেন।