×

জাতীয়

সাংবাদিক হত্যা: ঘটনার সূত্রপাত হানিট্র্যাপ থেকে, আটক ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম

সাংবাদিক হত্যা: ঘটনার সূত্রপাত হানিট্র্যাপ থেকে, আটক ৫

আসাদুজ্জামান তুহিন

গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে নতুন অগ্রগতি পাওয়া গেছে।

পুলিশ জানায়, ঘটনাটির সূত্রপাত হয়েছে একটি ‘হানিট্র্যাপ’ থেকে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের কাজ চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রবিউল হাসান বলেন, “আমরা সতর্কতার সঙ্গে তদন্ত চালাচ্ছি, যেন কোনো নিরপরাধ ব্যক্তি এ মামলায় জড়িয়ে না পড়ে।”

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা করে দুর্বৃত্তরা। আর শুক্রবার সকালে এ ঘটনায় বাসন থানায় একটি হত্যা মামলা হয়।  ওই মামলায় ২০ থেকে ২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রবিউল হাসান বলেন, তদন্তে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয়েছিল এক হানিট্র্যাপ থেকে। গোলাপি নামে এক নারী বাদশা নামের একজনকে প্রলোভনে ফেলে।  ওই নারীর সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দাড়িওয়ালা ও মাথায় ক্যাপ পরা ফয়সাল ওরফে কেটু মিজান চাপাতি হাতে দৌড়াচ্ছে। তার সঙ্গে শাহজামাল, বুলেট ও সুজনসহ আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদের পরিচয় উদঘাটনের জন্য কাজ চলছে। পুলিশের একাধিক টিম এখনো পলাতক গোলাপি ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার পতনের পরে যেভাবে গঠিত হয় অন্তর্বর্তী সরকার

শেখ হাসিনার পতনের পরে যেভাবে গঠিত হয় অন্তর্বর্তী সরকার

ভিপি নুরকে ধর্ম নিয়ে রাজনীতি করতে নিষেধ করলেন ছাত্র নেতা মাহফুজ

ভিপি নুরকে ধর্ম নিয়ে রাজনীতি করতে নিষেধ করলেন ছাত্র নেতা মাহফুজ

চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীতে ৭০৭ মামলা, গ্রেফতার ৫,০৭৯ জন

চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীতে ৭০৭ মামলা, গ্রেফতার ৫,০৭৯ জন

কলকাতায় 'পার্টি অফিস' খুলে আওয়ামী লীগের কার্যক্রম, চলছে কীভাবে

বিবিসি বাংলার খবর কলকাতায় 'পার্টি অফিস' খুলে আওয়ামী লীগের কার্যক্রম, চলছে কীভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App