বিদেশি পাসপোর্টধারী বাংলাদেশিরাও ভোট দিতে পারবেন নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৬:৩৭ পিএম

ছবি: সংগৃহীত
দেশের বাইরে থাকা প্রবাসীদের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) এই বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা সম্বলিত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারের কাছে পাঠানো হয়েছে।
বিদেশে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে মেয়াদ থাকা বা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের কপি কিংবা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টের কপি জমা দেয়া যাবে বলে চিঠিতে বলা হয়েছে।
এছাড়া ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন’ সংক্রান্ত্র পরিপত্র জারি করা হয়েছে। যেখানে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে কী কাগজপত্র জমা দিতে হবে, সেই তালিকা দেয়া হয়েছে।