×

জাতীয়

গণভোট বা বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ আইনজ্ঞদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১০:২১ এএম

গণভোট বা বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ আইনজ্ঞদের

ছবি : সংগৃহীত

জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। বিএনপির দাবি, নতুন সংসদে নির্বাচিত সরকারই এ সনদ বাস্তবায়ন করবে। অপরদিকে জামায়াত ও এনসিপি চাইছে, জাতীয় নির্বাচনের আগেই এর বাস্তবায়ন হোক।

এই প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করছে। রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে বিশেষজ্ঞরা দুটি কার্যকর উপায় তুলে ধরেন। সেগুলো হলো, গণভোট আয়োজন অথবা বিশেষ সাংবিধানিক আদেশ  জারি।

বৈঠকে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং চার বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ আইনবিদ ড. শরিফ ভূঁইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে বিশেষজ্ঞরা স্পষ্ট মত দেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব নয়। এ কারণে বিকল্প হিসেবে গণভোট অথবা বিশেষ সাংবিধানিক আদেশই কার্যকর পদ্ধতি হতে পারে।

এক বিশেষজ্ঞের মতে, গণভোট হলে জনগণের সরাসরি ক্ষমতা প্রয়োগের সুযোগ তৈরি হবে। চাইলে জাতীয় নির্বাচনের সময় একই ব্যালটে ভোট আয়োজনও সম্ভব। তবে তিনি এটিকে কিছুটা অনিশ্চিত আখ্যা দেন। অন্যদিকে, বিশেষ সাংবিধানিক আদেশের ক্ষেত্রে যুক্তি দেওয়া যাবে, জুলাই গণঅভ্যুত্থান ও দীর্ঘ আন্দোলনের ত্যাগ-রক্তের বিনিময়ে পাওয়া পরিবর্তনগুলো সংবিধানে স্থান পাবে, যা আদালতে টিকে যাওয়ার মতো শক্ত ভিত্তি তৈরি করবে।

ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, আজ আইনজ্ঞদের সঙ্গে বৈঠকে নানা পরামর্শ এসেছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজনৈতিক দলগুলোর বিরোধের কারণে বিকল্প পথ খুঁজতেই আইন বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের অভিমত, স্থায়ী সমাধান কেবল রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমেই সম্ভব। তারা উদাহরণ টানেন একাদশ সংশোধনের সময়কার সমঝোতার, যেখানে দলগুলোর সম্মতিতে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ ভাইস প্রেসিডেন্ট ও পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই সিদ্ধান্ত আদালতে কখনো চ্যালেঞ্জ হয়নি।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আজকের বৈঠকে গণভোট একটি বিকল্প হিসেবে আলোচনায় এসেছে। একই সঙ্গে আরো কয়েকটি পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে। সরকারের কী কী পদক্ষেপ দ্রুত সময়ে নেওয়া সম্ভব, সে বিষয়েও আলোচনা হয়েছে।

এদিকে কমিশন সূত্র জানিয়েছে, আইন মন্ত্রণালয় জানিয়েছে জুলাই সনদের কোন কোন প্রস্তাব দ্রুত বাস্তবায়নযোগ্য তা চিহ্নিত করা হচ্ছে। এজন্য ব্যারিস্টার তানিম হোসেন শাওনকে বিশেষ পরামর্শক হিসেবে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

আইন বিশেষজ্ঞরা মনে করেন, শেষ পর্যন্ত গণভোট হোক বা বিশেষ সাংবিধানিক আদেশ—রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন সম্ভব নয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদী রিমান্ডে

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদী রিমান্ডে

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান

শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App