×

জাতীয়

এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন: ইসি সচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হলেও এবার তা বাস্তবায়নের পথে এগোচ্ছে কমিশন। আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য দুটি ব্যবস্থা করা হচ্ছে। একটি হলো- প্রবাসে অবস্থানরত এনআইডিধারী বাংলাদেশিদের অনলাইন নিবন্ধনের মাধ্যমে ভোটের সুযোগ দেয়া। আরেকটি হলো দেশের অভ্যন্তরে যারা ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না- যেমন নির্বাচন কাজে জড়িত কর্মকর্তা-কর্মচারী কিংবা আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেম চালু করা। এর জন্য একটি বিশেষ অ্যাপ বা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, এই প্ল্যাটফর্মের কাজ এখনো চলমান। কারিগরি বিষয়গুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়। তবে আমরা নিয়মিতভাবে মিডিয়ার মাধ্যমে আপডেট জানাবো। আমাদের বিশ্বাস, ইনশাআল্লাহ, এবার প্রবাসী বাংলাদেশিরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, রেজিস্ট্রেশন কখন শুরু হবে বা কতদিন পর্যন্ত চলবে-এসব টেকনিক্যাল বিষয় এখনো চূড়ান্ত হয়নি। ট্রায়াল, টেস্টিং ও অভিজ্ঞতার আলোকে আমরা সময়সূচি নির্ধারণ করবো এবং যথাসময়ে প্রবাসীদের জানিয়ে দেয়া হবে।

আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া আরও অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক হবে। প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন, যাদের একটি বড় অংশই ভোটার। তাদের ভোট প্রয়োগের সুযোগ করে দেয়া হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিগত কাঠামো ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত হলে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া স্বচ্ছ, সহজ ও নিরাপদ হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডাকসু নির্বাচন: বুধবারও বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

ডাকসু নির্বাচন: বুধবারও বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যেসব খাবার

হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যেসব খাবার

বলিউডের সেরা তারকার তালিকায় শীর্ষে সালমান, নেই শাহরুখ, আমির

বলিউডের সেরা তারকার তালিকায় শীর্ষে সালমান, নেই শাহরুখ, আমির

ছাত্রদল-শিবিরের মধ্যে ক্ষমতার ভাগাভাগির নির্বাচন হচ্ছে: আব্দুল কাদের

ছাত্রদল-শিবিরের মধ্যে ক্ষমতার ভাগাভাগির নির্বাচন হচ্ছে: আব্দুল কাদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App