১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন (ইসি) সভাপতি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিটি। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচনের চূড়ান্ত তফসিল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৭ ডিসেম্বর তফসিল সংক্রান্ত কমিশনের সভা অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমিশনার জানান, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর দু’একদিনের মধ্যে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করা হতে পারে।
আরো পড়ুন : প্রহসনের নির্বাচন থেকে বেরিয়ে আসার সময় এসেছে
এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশনের সভায় তফসিলের সময়সূচি চূড়ান্ত হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তা ঘোষণা করা হবে। তিনি জানিয়েছেন, ৭ ডিসেম্বরের বৈঠকের পরে ওই সপ্তাহের যেকোনো দিন তফসিল প্রকাশ করা হতে পারে।
ইসি জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে (৮-১১ ডিসেম্বর) সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা যেতে পারে। ভোটগ্রহণ হবে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে (৮-১২ ফেব্রুয়ারি)।
